শিরোনাম
◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম ◈ নির্বাচন জামায়াত–এনসিপির অধীনে হচ্ছে, তাদের মিলেই সরকার গঠিত: জিএম কাদের ◈ শুল্ক কমানো হলেও কেন কমছে না দাম—ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান ◈ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:২৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলি আসলে গোলা যাবে, পাকিস্তানকে হুঁশিয়ারি অমিত শাহ’র

ডেস্ক রিপোর্ট : পাকিস্তান যদি গুলি ছুঁড়ে তবে ভারত গোলা ছুঁড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ।

সোমবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে এক নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ার দেন।বাংলাদেশ প্রতিদিন।

এসময় অমিত শাহ বলেন, ‘নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের সুরক্ষা সুনিশ্চিত করার কাজ শুরু হয়েছে। আগে ইউপিএ সরকার ছিল, মমতাও তাদের সমর্থন করেছিল। সে সময় পাকিস্তান থেকে মানুষ এদেশে ঢুকে যেত। আমাদের সেনাদের গলা কেটে নিয়ে যেত কিন্তু কেউ তার প্রতিবাদ করতো না। আর নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দিচ্ছে। পুলওয়ামার ভেতর জঙ্গি হামলা হয়েছে, তাতে আমাদের ৪০ আধা-সামরিক সেনা নিহত হয়েছেন। ওই ঘটনার পরই পাকিস্তানে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে।’

এসময় উপস্থিত মানুষের উদ্দেশে অমিতের প্রশ্ন ‘আপনারাই বলুন মোদিজি ভাল কাজ করেছেন কি না? উত্তর আসে হ্যাঁ। এরপরই মমতাকে নিশানা করে বিজেপি সভাপতি বলেন, ‘কিন্তু মমতা দিদির সেটা ভালো লাগেনি। ওরা কি মমতা দিদির চাচাতো-মাসতুতো ভাই হয় নাকি? আপনার এত কষ্ট হচ্ছে কেন? কংগ্রেস, বামেরা, মমতা সকলেই বলতে শুরু করলো পাকিস্তানে বোমা ফেলবেন না, জঙ্গিদের মারবেন না। ওদের সাথে আলোচনা করুন।’

সমাবেশ থেকেই অমিতের ফের প্রশ্ন ‘আপনারাই বলুন, আমাদের ৪০ জনকে হত্যা করলো তাদের সাথে সংলাপে বসা উচিত না বোমা ফেলা উচিত? মানুষের মধ্যে থেকেই উত্তর এল বোমা।

এরপরই মমতাকে নিশানা করে অমিত শাহ আরো বলেন, ‘মমতা দিদি আপনি সন্ত্রাসবাদীদের সাথে ইলু ইলু (আই লাভ ইউ) করলে করতে পারেন কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদির সরকার-পাকিস্তান থেকে গুলি আসলে এখান থেকে গোলা যাবে। ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। এটাই আমাদের সংকল্প। ভারতের সুরক্ষার জন্য ভোট ব্যাঙ্ক রাজনীতির সাথে কোনো আপোশ করা হবে না।’

এদিন একাধিক সভা করেন অমিত শাহ, সেই সাথে কলকাতায় মিট দ্য প্রেস অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। আর প্রতিটি অনুষ্ঠান থেকে অনুপ্রবেশ, এনআরসি, নাগরিকত্ব (সংশোধনী) বিল সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস নেত্রীর কড়া সমালোচনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়