শিরোনাম
◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ ◈ ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় নিহত ছাড়ালো ২৫০ ◈ এক চাকা খুলে পড়া অবস্থায়ও প্রথম চেষ্টায় অবতরণ: উত্তেজনাপূর্ণ শেষ ৩ মিনিটে কী আলোচনা করেছেন পাইলট ও এটিসি ◈ ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান (ভিডিও) ◈ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ যে ৮ জেলায় সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ তিন ধাপে জালনোট তৈরির ভয়ংকর ফাঁদ (ভিডিও) ◈ ‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত: আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী (ভিডিও) ◈ জবি আন্দোলনে আলোচিত দিপ্তী চৌধুরী (ভিডিও) ◈ সব দলের রাজনীতি এখন আ.লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেট এয়ারওয়েজ বন্ধ ঘোষণায় বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বিপাকে টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক : কয়েক মাস ধরে তীব্র আর্থিক সংকটে ভুগছিল জেট এয়ারওয়েজ। তা কাটিয়ে উঠতে না পারায় অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ করে দিয়েছে বিমান সংস্থাটি। এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বিপাকে পড়েছে কয়েক হাজার পরিবার। একইসঙ্গে বেকায়দায় পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিসিআই)।

গেল বুধবার থেকে সব ধরনের সেবা বন্ধ রেখেছে জেট এয়ারওয়েজ। কবে নাগাদ সেবাদান শুরু হবে তাও জানায়নি সংস্থাটি। অথচ সংস্থাটির বিমানে চড়েই বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। এ জন্য অ্যাডভান্স বুকিংও দিয়ে রেখেছিল বিসিসিআই।

আগামী ২২ মে জেটের বিমানে দেশত্যাগের কথা ছিল কোহলিদের। কিন্তু বিমান এখন বন্ধ। ফলে বেকায়দায় তাদের বিশ্বকাপ যাত্রা। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, শেষ মুহূর্তে বিকল্প সন্ধান করছে বোর্ড। তবে প্রচুর হিমশিম খেতে হচ্ছে কর্তাদের।

আইপিএলের দ্বাদশ আসর শেষে ২২ মে ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া। ২৫ মে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। তাই আগভাগেই এয়ারওয়েজে ৩০টি বিজনেস ক্লাসের টিকিট কেটে রেখেছিল বিসিসিআই। তবে বিমান সংস্থাটি পরিষেবা বন্ধ করে দেয়ায় এখন বিকল্প ভাবতে হচ্ছে বোর্ডকে।

অবশ্য এত কম সময়ে ৩০টি বিজনেস ক্লাসের টিকিট জোগাড় করা মুখের কথা নয়। তবে বিসিসিআই আশাবাদী, সময়মতো ঠিকই সমস্যার সমাধান হয়ে যাবে। মুম্বাই মিররকে দেয়া সাক্ষাৎকারে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কাজটা চ্যালেঞ্জিং। তবে আমরা আশাহত নই। সময়মতোই বিশ্বমঞ্চে পারফরমের উদ্দেশে পৌঁছে যাবে দল।

জেটের বিকল্প হিসেবে ফ্লাই এমিরেটস ও ভার্জিন এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। ৩০টি না পাওয়া গেলেও কমপক্ষে ২৫টি বিজনেস ক্লাসের টিকিট জোগাড় করার চেষ্টা চালাচ্ছেন হর্তাকর্তারা। যেভাবেই হোক অন্তত ক্রিকেটার, কোচ ও ফিজিওদের পাঠানোর চেষ্টা করছেন তারা। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়