মহসীন কবির: সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ক্যান্সার রোগে ভুগছেন বলে জানা গেছে। তিনি এর আগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সম্প্রতি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষ করে ব্যারিস্টার আমিনুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
আমিনুল হক রাজশাহী-১ আসনে গত জাতীয় নির্বাচনে অংগ্রহণ করেন। প্রথমে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিলের পর তিনি মনোনয়ন ফিরে পার।
ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। সর্বশেষ বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।