শিরোনাম
◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার ‘বড় কসাই, বুচার অব বেঙ্গল’ ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন, সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেস সচিব এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।’ আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রেস সচিব বলেন, ‘কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমাবেশ, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে। কঠিনভাবে আইনের প্রয়োগ হবে, আইনের এখানে কোনও ব্যত্যয় হবে না।’ তিনি আরও বলেন, ‘এই সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে।

এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।’ শফিকুল আলম বলেন, ‘উনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম থেকেই দেখছি অনেক কথা বলছেন। আন্দোলনকারী লাখ লাখ ছেলে-মেয়েদের ‘টেরোরিস্ট’ বলছেন। তার বিষয়ে প্রধান উপদেষ্টা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলাপ করেছিলেন। এখনো দেখছি এই বিষয়টা আসছে। আমাদের এখন তো আদালতে বিচার চলছে। বিচারের রায় আসুক, এরপরে এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে আবার এই বিষয়টা তুলবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে তো আমরা চিঠি দিয়ে রেখেছি।

তিনি কি অপরাধ করেছেন তার স্পষ্ট দলিল আছে জাতিসংঘের রিপোর্টে।’ এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ইউএনডিপিকে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব ইউএনডিপিকে এই বিষয়ে প্রশ্ন করতে বলেন। উৎস: বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়