শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি ও স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া (কক্সবাজার) : সারাদেশে মতো একযোগে জাতীয় পুষ্টি ও স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপেও। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলিপোট মাঠে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পুষ্টি ও স্বাস্থ্য সেবা সপ্তাহ অনুষ্ঠানের আযোজন করা হয়।

১৬ এপ্রিল উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান ২০এপ্রিল পর্যন্ত চলবে। ঐ দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাছিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর্ন্তজাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান সম্প্রচার শেষ হলে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি ও স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুচ ছাফা বি কম, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সেলিম চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাসান, মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন, ডা. শেখ মুজিবুর রহমান, ডা. মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস কে লিটন কুতুবী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম (লালা), আলী আকবর, ড়েইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, চিকিৎসক আলহাজ্ব দিদারুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ সাব্বির আহম্মদ, সিনিয়র স্টাফ নার্স সালাহ উদ্দিন, এমটি ইপি আই সৈয়দ কামরুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহাব উদ্দিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়