শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার প্রিয় কবিতার নাম ‘অবনী, বাড়ী আছো’?

কুলদা রায় : কবি শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটি নিয়ে আমি একটা ছবিও এঁকেছিলাম ময়মনসিংহের একটি দেওয়ালে। তুলি দিয়ে পুরো কবিতাটি লিখে রেখেছিলাম ছবির পাশে। এই বাড়িটির নাম দিয়েছিলাম অবনীর বাড়ি। এখানেই ছিলাম আমি দশ বছর। যারা এই গ্রামে ফুল দেখতে আসতেন, একটু ঘুরে-ফিরে বেড়াতে চাইতেন—তারা এই দেওয়ালজুড়ে ছবিটা দেখে অবাক হতেন। তার নিচে দাঁড়িয়ে সপরিবারে ছবি তুলতেন। আর মুখস্থ করে নিতেন পুরো কবিতাটি। পথে যেতে যেতে হেঁকে বলতেন, ‘অবনী, বাড়ী আছো’?

অবনী, বাড়ী আছে কিনা আমার জানা নেই। তবে কবিতাটির একটি লাইন আমি পড়ে আমি চমকে গিয়েছিলাম। লাইনটি হলো- ‘এখানে মেঘ গাভীর মতো চরে’। অদ্ভুত। তারপর মেঘ দেখলেই গরুর পালের কথা মনে হতো। মনে হতো মেঘগুলো ঘাস খেয়ে বাঁচে। সেটা নব্বই সালের পরে। একদিন লখাকাঠী পার হয়ে টোনা খালে ঢুকেছি। আমাদের নৌকা ঢুকে পড়েছে কালিগঙ্গা নদীতে। যাব চান্দকাঠি। তার আগে মাঝি হেঁকে বললেন- মেঘপাল। মেঘপাল।

শুনে আমি আকাশের দিকে তাকাই। আকাশ পরিষ্কার। মেঘের চিহ্ন নেই। মাঝি ঘাটের দিকে নৌকা ভেড়াচ্ছেন। লোকজন নেমে যাচ্ছে। পাশের লোক নেমে যাওয়ার আগে ঠেলা দিয়ে বললেন, আকাশে কী দেখেন? মেঘপাল তো সামনে। কী-রকম? যে ঘাটে নৌকা ভিড়েছেÑ সে গ্রামের নাম মেঘপাল। আমি ছাড়া এরা সবাই মেঘপাল গ্রামের মানুষ। পরে ভাবি, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা লেখার অনেক অনেক আগে বরিশালের লোকজন নদীর গা ঘেষে প্রিয় গ্রামটির নাম রেখেছিলেন- মেঘপাল! এ গ্রামের নদীর পাড়ে মেঘগুলো আকাশ থেকে পালে পালে নেমে এসে ঘাস খায়—নীরবে চরে বেড়ায়। এই মেঘপাল গ্রাম থেকে মাত্র সাত মাইল দূরে জীবনানন্দের বাড়ি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়