শিরোনাম
◈ ক্রিকেটার সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ ◈ আর্জেন্টাইন কোচ এখন বসুন্ধরা কিংসে ◈ রাজনৈতিক প্রভাব কমাতে বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তনের খসড়া ◈ জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা ◈ শপথ নিলেন হাইকোর্টের নতুন অতিরিক্ত ২৫ বিচারপতি ◈ চিকিৎসাবিজ্ঞানে মাইলফলক:: ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না ◈ শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক ◈ ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর ◈ এবার তৌহিদ আফ্রিদির অপকর্মের বর্ণনা দিলেন তানভীর রাহী (ভিডিও) ◈ শ্বশুরের অতিরিক্ত বিচারক হওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন সারজিস

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবার কল্যাণ পরিদর্শিকাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি মাঠকর্মীদের

সুমন পাইক : বেতন বৈষম্য দুর করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি জানিয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকারা। শুক্রবার রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বাংলাদেশ পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির প্রতিনিধি সভায় এই দাবি জানানো হয়। সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ বলেন, হোমিওপ্যাথি ডোজে নয়, অ্যালোপ্যাথি ডোজ দিয়ে কঠোর আন্দোলন করে দাবি আদায় করতে হবে।

বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির দাবিগুলো হল-এফডব্লিউভি পদের নিয়োগ বন্ধ করে এইচএসসি পাস শিক্ষাসহ বেসিক ট্রেনিং ৩৬ মাস কোর্স চালু করা ও ডিপ্লেমা ডিগ্রি প্রদানের ব্যবস্থা। এফডব্লিউভি ধারীদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ। বেতন বৈষম্যদূরীকরণ। অঞ্চলভিত্তিক বৈষম্যদূরীকরণ। সিলেকশন গ্রেড চালু। পদোন্নতি। নিয়োগ বিধি প্রণয়ন। ২০০৮ সালের ১১ ক্যাটাগরির পদ সংরক্ষণ করা। শ্রম আইন বর্হিভূত সাত দিন ২৪ ঘণ্টা অন ডিউটি নিয়ম বাতিল করা। আই সেন্টারগুলোতে ডিপ্লোমা মিডওয়াইফ ট্রেনিং চালু করা।

আগামী এক মাসের মধ্যে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি জেবুন নাহার আক্তার। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠের কর্মসূচি দেয়া হবে বলেও ঘেষণা দেন তিনি।

প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর (উপকরণ ও সরবরাহ) অতিরিক্ত সচিব মো. আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা চিকিৎসক সমিতির মহাসচিব ডা. মো. মুনীরুজ্জামান সিদ্দীকী, মো. মোজাম্মেল হক ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা অফিসার সমিতি পরিচালক (নিরীক্ষা) ও সভাপতি মো. হানিফুর রহমান, বাংলাদেশ পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির মহাসচিব নুরজাহান, মাঠকর্মী সমিতির সভাপতি ফিরোজ, এডিকড (সমন্বয় পরিচালনা) মতিউর রহমান প্রমুখ। পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির সাড়ে ৭ হাজার প্রতিনিধি বিভিন্ন জেলা থেকে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়