শিরোনাম
◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০০ ডলার মূল্যের প্রতœতত্ব ২১ লাখ ডলারে বিক্রি করেছে সোথবি নিলাম সংস্থা

নূর মাজিদ : ২০ বছর আগে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কার্কউড শহরে এক গ্যারেজের পরিত্যাক্ত আসবাবপত্র বিক্রির সময় এই প্রতœতাত্ত্বিক নিদর্শন বা মূর্তিটি কেনেন এক নারী। নিলাম সংস্থা সোথবি সাবেক ওই মালিকের গোপন রাখে। তবে ওই অজ্ঞাত নারী এবং গ্যারেজের মালিক এরা দুজনেই জানতেন না ব্রোঞ্জ নির্মিত মূর্তিটির আসল মূল্য। যার বয়স প্রায় ১ হাজার বছর।

সম্প্রতি সোথবি হাউজের কাছে নিলামের জন্য মূর্তিটি দেন ওই নারী। এরপর মূর্তিটি পরীক্ষা করার পড়ে সোথবি এর আসল বয়স স¤পর্কে নিশ্চিত হয়। প্রথমদিকে সোথবি বিশেষজ্ঞরা ধারণা করছিলেন, এটি ১৫ শতকে চীনে মিং রাজবংশের শাসনামলে তৈরি করা হয়েছে। তবে আরো নিখুঁত পর্যবেক্ষণের পর তাদের চোখ কপালে ওঠে।

কারণ, তারা বুঝতে পারেন এটি নবম শতকে টাং রাজবংশের সমসাময়িক। প্রাচীন বুদ্ধ মূর্তিটির বেশ কিছু স্থানে আঘাত ও ঘষামাজার চিহ্ন থাকলেও এর প্রাচীনত্বের কারণেই ৮০ হাজার ডলারের প্রাথমিক নিলামমূল্য হাঁকে সোথবি। প্রায় ৭ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ এই নিলামে দ্রুত দর চড়তে থাকতে মূর্তিটির। এসময় এক অজ্ঞাত চীনা ধনকুবের সর্বশেষ ২১ লাখ ডলার দর হেঁকে মূর্তিটি কিনে নেন।

‘চিন্তামনিচক্র আভালোকিতেশভরা’ ভঙ্গিমার বুদ্ধমূর্তিটির উচ্চ বিক্রয়মূল্য স¤পর্কে সোথবি জানায়, ‘অতীতে এমন অনেক চীনা পণ্য কল্পনার চাইতেও বেশী দামে বিক্রি হয়েছে। কারণ, নিলাম বাজারের ধনী চীনা ক্রেতাদের মাঝে দুর্লভ এবং উচ্চমানের চৈনিক সভ্যতার ঐতিহাসিক নিদর্শন কিনে নেয়ার ক্ষেত্রে এক ধরণের প্রতিযোগিতা কাজ করে। আলোচিত মূর্তিটির ক্ষেত্রেও তাই হয়েছে।’

এদিকে নিলামে ১শ ডলারে কেনা মূর্তিটি অপ্রাত্যাশিত দরে বিক্রি হওয়ায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এর সাবেক মালিক। পিবিএস নিউজের কাছে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি।

নাম না প্রকাশ করার শর্তেই ওই বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। এসময় তিনি কৌতুক করে বলেন, ‘২০ বছর আগে ১০০ ডলার বিনিয়োগ করে, আজ ২১ লাখ ডলার আয় করেছি। এর মানে প্রতিবছর আমার বিনিয়োগ থেকে আমি ৫৭ শতাংশ হাওে মুনাফা করেছি। ওয়ারেন বাফেট আমার কাছ থেকে শিক্ষা নিতে পারেন।’

প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ পুঁজিবাজার বিনিয়োগ ব্যবসায়ী ওয়ারেন বাফেট। তার মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি ডলার।

মার্কেট ওয়াচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়