শিরোনাম

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানা মাও লারি! মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে ২১ বাংলাদেশি সহ আটক ১০৩

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: পালিয়ে যাবা কোথায়? (মানা মাও লারি) গ্ৰেফতারের জন্য প্রস্তুত থাকো। আমরা তোমাদের খুঁজে নেব। সাঁড়াশি অভিযানে আতঙ্কে মালয়েশিয়ায় প্রবাসীরা। শুক্রবার ২২ মার্চ মালয়েশিয়ার বিদেশী শ্রমিক অধ্যুষিত সেলাংগারের দুই স্থানে অভিবাসন বিভাগের অভিযানে ২১ জন বাংলাদেশিসহ গ্রেফতার করা হয় ১০৩ জনকে।

অভিযানে পালিয়ে যাওয়ার সময় অভিবাসন বিভাগের এক সদস্য বলতে থাকেন, (মানা মাও লারি) পালিয়ে যাবে কোথায়। কয়েকটি নাইট ক্লাব ও মার্কেটে অভিযান চালায় ইমিগ্ৰেশন।

মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে ২১ মার্চ পর্যন্ত দেশটির বিভিন্ন জায়গায় ৪ হাজার ৪৫৪ টি অভিযানে আটক করা হয় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৩ হাজার ৬৭৭ জন অবৈধ অভিবাসীকে। এদের মধ্যে ৩ হাজার ১৬৪ বাংলাদেশি রয়েছেন বলে দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে।

অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ বলেন, দুই দফায় অবৈধদের বৈধ এবং দেশত্যাগের সুযোগ দেওয়া হলেও অবৈধরা রয়ে গেছে। এছাড়াও যোগ হয়েছে বিভিন্ন দেশের নাগরিকরা ভ্রমণ ভিসায় এসে অবৈধভাবে কাজ করছে। আমরা পরিষ্কার তাদের একটি বার্তা দিতে চাই, অবৈধদের জন্য মালয়েশিয়ার মাটিকে ব্যবহার করতে দেয়া হবে না। অবৈধ শ্রমিকদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

আবার অনেকেই মালয়েশিয়া সরকারের বৈধ হওয়ার সুযোগ কে কাজে লাগিয়ে বৈধভাবে কাজ করছেন। আবার এজেন্টের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে অবৈধ রয়ে গেছেন দীর্ঘদিন। জনপ্রতি ৬০ থেকে ৮০ হাজার টাকা নিলেও বৈধ হওয়ার সুযোগ মেলেনি অনেকের। দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের প্রথম প্রহর থেকেই গ্রেপ্তারে নামে অভিবাসন বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়