শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলবাদী এবং জঙ্গিগোষ্ঠীগুলো দেশের ভেতরে যে কোনো ধরনের সহিংসতা চালাতে পারে, বললেন মোহাম্মদ আলী শিকদার

জুয়েল খান : নিউজিল্যান্ডের জঙ্গি হামলার প্রভাব বাংলাদেশে পরার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তাই বাংলাদেশে যে সকল অভ্যন্তরীণ মৌলবাদী এবং জঙ্গিগোষ্ঠী আছে তাদের ওপরে নজরদারি বাড়াতে হবে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার।
তিনি বলেন, বাংলাদেশকে আত্মতুষ্টিতে থাকার কোনো সুযোগ নেই। এই ধরনের আত্মতুষ্টির কারণেই নিউজিল্যান্ডে এই ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী যদি আত্মতুষ্টিতে না থাকতো তাহলে হামলাকারী কোনোভাবেই এতোবড় হামলা ঘটাতে পারতো না। হামলাকারী বলেছে সে ৩ মাস আগে নিশ্চিত হয় যে নিউজিল্যান্ডের ওই মসজিদে হামলা করবে। সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করে, যদি নিউজিল্যান্ডের নিরাপত্তা বাহিনী অনেক সক্রিয় থাকতো তাহলে হয়তো এই ঘটনা ঘটার আগেই গোয়েন্দা নেটওয়ার্কে ধরা পরতো। নিউজিল্যান্ডের আত্মতুষ্টি অনেক বেশি ছিলো কারণ সেখানে মুসলমানের সংখ্যা কম এবং তারা খুবই শান্তিতে বসবাস করছে, এমন পরিবেশে কোনো ধনের জঙ্গি হামলার ঘটনা অন্তত নিউজিল্যান্ডে হবে না কিন্তু সেটাই হলো। আক্রমণকারী বলেছে সে হামলার পরিকল্পনা নিয়ে ইউরোপ এবং ফ্রান্সে গিয়েছে কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকায় শান্তির দেশ নিউজিল্যান্ডে এই ঘটনা ঘটালো। সুতরাং এর থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে আত্মতুষ্টিতে না থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়