শিরোনাম

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১১:০৭ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো শুরু হচ্ছে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম

সুজন কৈরী : ২) ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, জনসাধারণকে আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণসহ ট্রাফিক শৃঙ্খলা আনতে আগামীকাল রোববার থেকে আবারো শুরু হচ্ছে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম। চলবে ২৩ মার্চ পর্যন্ত। ডিএমপির ট্রাফিক বিভাগ এ কার্যক্রম চালাবে।

৩) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বলেন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং ক্রমাগত ট্রাফিক শৃঙ্খলা সংক্রান্ত গৃহীত কর্মসূচির ফলে ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলার উন্নতি এখন অনেকটাই দৃশ্যমান। সেইসঙ্গে পরিস্থিতির উন্নতি অব্যাহত রাখতে বর্তমানে প্রতিমাসে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ। এরই প্রেক্ষিতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম পরিচালিত হবে। তবে এবার রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট বা অন্য কোনো সংস্থার ভলেন্টিয়ারদের কার্যক্রমে নিয়োজিত করা হচ্ছেনা। পুলিশের পক্ষ থেকেই এসব কাজ করা হবে।

৪) ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম সফল করার জন্য নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ট্রাফিক বিভাগ।

৫) এর আগে ঢাকা শহরে গত বছরের ৫ থেকে ১৪ আগস্ট ট্রাফিক সপ্তাহ ও ৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ট্রাফিক সচেতনতা মাস, ২৪ থেকে ৩১ অক্টোবর ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ এবং চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালন করে ট্রাফিক বিভাগ। এসব কর্মসূচিতে সড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি জনসাধারণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে ট্রাফিক পুলিশের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট, বিএনসিসি ও বাংলাদেশ গার্লস গাইড সদস্যরা অংশ নেয়। কর্মসূচি পালনকালে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক গাইড বুক প্রকাশ ও প্রচার, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেয়া, টার্মিনালে সভা-সমাবেশ, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, লিফলেট, পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রীজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল ট্রাফিক বিভাগ।

৬) ট্রাফিক বিভাগ বলছে, ট্রাফিক সপ্তাহ, শৃঙ্খলা সপ্তাহ ও সচেতনতা মাস পালনের মাধ্যমে ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির ফলে ঢাকা শহরের ট্রাফিক শৃখলার উন্নতি হচ্ছে। বর্তমানে ঢাকা মহানগরীর যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ সমূহের (এমআরটি, বিআরটি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রম) দৃশ্যমান অগ্রগতি হয়েছে। চলমান উন্নয়ন কার্যক্রমের কারণে যান চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হলেও ট্রাফিক পুলিশের নিরলস তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়