শিরোনাম
◈ ‎তিস্তায় ফের পানি বৃদ্ধি, পানি নিয়ন্ত্রণে খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট ◈ নিউ জার্সির ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক সিটি ◈ জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: ভূমি-সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে ৩০ বছরের পরিকল্পনা ◈ পৃথিবীর ইতিহাসের সকল স্বৈরশাসকদের সমিতি হলে নি:সন্দেহে শেখ হাসিনা হবে এর সভাপতি: অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ রা‌শিয়ায় ভু‌মিক‌ম্পের জে‌রে ৬০০ বছর পরে জেগে উঠলো কামচাটকার আগ্নেয়গিরি!  ◈ জাতিসংঘ বলছে, তাদের প্রতিবেদন কেউ পড়ে না ◈ ডিএনএ পরীক্ষায় সবার পরিচয় নিশ্চিত, নিহতের সংখ্যা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মাইলস্টোন অধ্যক্ষ ◈ পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রুপান্তর, চলছে মাসিক চাঁদাবাজি ◈ বিশ্বে ২০২৩ সালে ১.১ ট্রিলিয়ন ডলারের প্লাস্টিক বাণিজ্য, ৭৫% পরিণত হয়েছে বর্জ্যে: আঙ্কটাড রিপোর্ট ◈ ট্রাম্পের জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত!

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০১:৩৩ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলতে পারবেন না দেম্বেলে, লিয়ঁকে সামলানোর দায়িত্ব মেসিকেই নিতে হচ্ছে

স্পোর্টস ডেস্ক : লিয়ঁর মাঠ থেকে প্রথম লেগে জয় আনতে পারেনি বার্সেলোনা। আজ ন্যু ক্যাম্পে লিয়ঁকে হারাতেই হবে বার্সেলোনার। আর সেটা হলেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হবে লিওনেল মেসিদের। অন্যদিকে ড্র করলেই একটা অঘটনের জন্ম দিবে ফ্রান্সের ক্লাব লিয়ঁ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটা।

দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামার আগে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বলছেন, ‘ফুটবলারদের এই ম্যাচের জন্য উদ্বুদ্ধ করার দরকার পড়বে না। রায়ো ভায়েকানো বা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেও পড়েনি। সবাই জানে এই ম্যাচের গুরুত্ব। তার উপর পরের পর অঘটন ঘটছে। প্রতিপক্ষ যে-ই হোক, প্রচ- সতর্ক থাকতে হবে।’

ফ্রান্সে প্রথম লেগে দু’দলের লড়াই গোলশুন্য ড্র হয়। হতে পারে ভালভার্দের উদ্বেগে থাকার এটা একটা বড় কারণ। যদিও ঘরের মাঠে বার্সার রেকর্ড দুরন্ত। শেষ ২৯ ম্যাচের ২৬টিতেই জিতেছেন মেসিরা। বার্সার কাছে তিনটি বাইরের খেলা খেলে সব ম্যাচে হেরেছে লিয়ঁ।

তবু উদ্বেগ কেন? স্পেনের কাগজে লেখা হচ্ছে একটাই কারণ, উসমানে দেম্বেলের হ্যামস্ট্রিংয়ে চোট। লিয়ঁর বিরুদ্ধে ম্যাচে দেম্বেলের খেলার সম্ভাবনা একেবারেই নেই। মেসি ও সুয়ারেজের সঙ্গে আক্রমণে তৃতীয় ব্যক্তি কে হবেন, তা নিয়েই সংশয়। খুব খারাপ ফর্মে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কুতিনহো। প্রথম দলে থাকার সম্ভাবনা কম। ম্যালকম আছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বার্সার কোনও ম্যাচে তিনি প্রথম এগারোয় ছিলেন না। শোনা যাচ্ছে, অগত্যা রবার্তোকে কাল সামনে নিয়ে আসতে পারেন বার্সা ম্যানেজার।

লিয়ঁ অবশ্য দেম্বেলেদের নিয়ে নয়, আতঙ্কে মেসির জন্যই। ‘বিশ্বের সেরা ফুটবলার বার্সায় খেলে। এর বেশি কী বলব’ বলেছেন লিয়ঁর অ্যাটাকিং মিডফিল্ডার নাবিল ফেকির। স্পেনে এখন মেসিকে নিয়েই আলোচনা। সকারলাডুমা

  • সর্বশেষ
  • জনপ্রিয়