শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিজোঁকে হারিয়ে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক: স্টেড গ্যাস্টন গেরার্ড স্টেডিয়ামে দিজোঁকে হারালো পিএসজি। লিগ ওয়ানে টানা পঞ্চম ম্যাচে জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। আর সতীর্থের গোলে অবদান রাখার পাশাপাশি আনহেল দি মারিয়া নিজেও করলেন একটি। তাতে দিজোঁকে উড়িয়ে দিল পিএসজি।

পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দলটির মাঠে মঙ্গলবার রাতে ৪-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে আবারও ১৭ পয়েন্টে এগিয়ে গেল গত আসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা পিএসজি সপ্তম মিনিটেই এগিয়ে যায়। দি মারিয়ার দারুণ কর্নারে হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।

ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান ছিল দি মারিয়ার। তার পাস ডি-বক্সে পেয়ে বাঁ দিক থেকে গোলমুখে বল বাড়ান লেইভিন কুরজাওয়া। আর ছুটে এসে টোকা দিয়ে বল ঠিকানায় পাঠান এমবাপে।

এই নিয়ে শেষ পাঁচ ম্যাচে সাতটি গোল করলেন এমবাপে। আর আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফরাসি ফরোয়ার্ডের মোট গোল হলো ২৫টি।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে স্কোরলাইন ৩-০ করেন দি মারিয়া। প্রায় ২২ গজ দূর থেকে নেওয়া শটে বল রক্ষণ প্রাচীরের উপর দিয়ে বাঁক খেয়ে পোস্টে লেগে জালে জড়ায়। জায়গায় দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষকের।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তমা মুনিয়ের ছোট ডি-বক্সে বাড়ানো বল অনায়াসে জালে ঠেলে জয় নিশ্চিত করেন দি মারিয়ার বদলি নামা ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং।

২৭ ম্যাচে ২৪ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট হলো ৭৪। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৫৭।

  • সর্বশেষ
  • জনপ্রিয়