শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-মা নিয়ে থাকলেই বাড়ি ভাড়া ৫০০ টাকা কম!

সাইফুল টিটো: নানা বাহানায় অতিরিক্ত ভাড়া আদায় করে এমন অভিযোগ ঢাকার প্রায় সকল বাড়িওয়ালাদের বিরুদ্ধেই রয়েছে। ফলে ঢাকা শহরে যারা বসবাস করেন তাদের আয়ের প্রায় অর্ধেকটাই চলে যায় বাড়ি ভাড়ায়। ঠিক তখনই রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা’র এক বাড়িওয়ালা দেখালেন এক নজিরবিহীন নিদর্শন।

তার বাড়ীতে কেউ বাবা-মা সহ ভাড়া থাকলে তিনি সেই ভাড়াটিয়াদের কাছ থেকে সব সময় ৫০০ টাকা কম ভাড়া নেবেন বলে জানিয়েছেন নোটিশে। এমন একটি বাঁধাই করা নোটিশও ঝুলছে তার বাড়ির গেটে। সেখানে লেখা রয়েছে ‘অত্র বিল্ডিং-এ অবস্থানরত সকল ভাড়াটিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, যে সকল ভাড়াটিয়া বাবা-মাসহ অত্র বিল্ডিং-এ অবস্থান করবেন তাদের বাড়ি ভাড়া মাসিক ৫০০ টাকা করে কম নেয়া হবে। এই নির্দেশনা আজীবনের জন্য বলবৎ থাকবে।’ ধন্যবাদান্তে জহিরুল ইসলাম খোকন।

ফেইসবুকের টাইমলাইনে ঘুরছে সেই নোটিশের একটি ছবি। অনেকেই ছবিটি তার ওয়ালে শেয়ার করে এমন উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ কেউ বলছেন নানা কারণে যেখানে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে তখন এমন উদ্যোগ বাবা-মা তথা যৌথ পরিবার টিকিয়ে রাখতে এটা ওনার ক্ষুদ্র হলেও একটা ভালো উদ্যোগ। এটা অন্যান্য বাড়িওয়ালাদেরও উৎসাহিত করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়