শিরোনাম
◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে ◈ বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের বিকল্প খুঁজে পেল বাংলাদেশ, পেঁয়াজ আমদানির নতুন ভরসা পাকিস্তান

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের শার্শায় বন্দুকযুদ্ধে ছোটবাবু নিহত

জাহিদুল কবীর মিল্টন: যশোরের শার্শা উপজেলার উলাশি কুঁচেমোড়া এলাকায় বন্দুকযুদ্ধে ইবাদত হোসেন বাবু ওরফে ছোটবাবু (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, নিহত বাবু যশোর শহরের ষষ্টীতলাপাড়ার বাচ্চু ড্রাইভারের ছেলে। সে মাদক, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনসহ ১৯টি মামলার আসামি।

পুলিশের দাবি, দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ওই মাদক ব্যবসায়ী নিহত হন।

শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আবুল হাসান জানান, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় কুঁচেমোড়া এলাকায় দুদল মাদক ব্যবসায়ির মধ্যে গোলাগুলি চলছে। এখবরের ভিত্তিতে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ ১ কেজি গাঁজা, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে স্বজনরা লাশ সনাক্ত করলে জানা যায় নিহত অজ্ঞাত যুবক ষষ্টিতলা পাড়ার ইবাদ হোসেন বাবু।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, মধ্যরাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ওই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়