শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের শার্শায় বন্দুকযুদ্ধে ছোটবাবু নিহত

জাহিদুল কবীর মিল্টন: যশোরের শার্শা উপজেলার উলাশি কুঁচেমোড়া এলাকায় বন্দুকযুদ্ধে ইবাদত হোসেন বাবু ওরফে ছোটবাবু (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, নিহত বাবু যশোর শহরের ষষ্টীতলাপাড়ার বাচ্চু ড্রাইভারের ছেলে। সে মাদক, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনসহ ১৯টি মামলার আসামি।

পুলিশের দাবি, দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ওই মাদক ব্যবসায়ী নিহত হন।

শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আবুল হাসান জানান, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় কুঁচেমোড়া এলাকায় দুদল মাদক ব্যবসায়ির মধ্যে গোলাগুলি চলছে। এখবরের ভিত্তিতে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ ১ কেজি গাঁজা, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে স্বজনরা লাশ সনাক্ত করলে জানা যায় নিহত অজ্ঞাত যুবক ষষ্টিতলা পাড়ার ইবাদ হোসেন বাবু।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, মধ্যরাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ওই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়