শিরোনাম
◈ কাল থেকে ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াবে প্রার্থীরা ◈ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ◈ ১৫ ফেব্রুয়ারি পুরুষ ও ম‌হিলা ক্রিকে‌টে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ ভারতের কাশ্মীরে মসজিদগুলোতে ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে ফর্ম বিলি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মোনা‌কোর জা‌লে রিয়াল মা‌দ্রিদের ৬ গোল ◈ রাজনৈতিকদলসহ নানামুখী চাপে ইসি, আচরণ বিধি লঙঘনের অভিযোগ বাড়ছে ◈ দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান ◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেন ডা. মনীষা চক্রবর্ত্তী

রফিক আহমেদ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ও ছাত্র ফ্রন্টের আন্তর্জাতিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্ত্তী বলেছেন, দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। গত ৩০ ডিসেম্বর যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- তা দেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে একান্ত সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, একাদশ জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে যে, এ সরকার ও নতজানু নির্বাচন কমিশনের অধীনে উপজেলা বা সিটি করপোরেশ নির্বাচন জাতি প্রত্যাশা করে না। আমরা মনে করি, সে কারণে আমাদের দল বাসদ ও বাম গণতান্ত্রিক জোট ইতোমধ্যে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে মধ্যে সবচেয়ে প্রশ্নবিদ্ধ ও প্রকাশ্যে ভোট ডাকাতির নির্বাচনটি হয়েছিল বরিশালে। বরিশাল সিটি করপোরেশনে আমি একজন মেয়র প্রার্থী হয়ে শুরু থেকেই প্রচারণার ক্ষেত্রেও নানা দমন- পীড়নের শিকার হয়েছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সম্ভাবনা থাকায় বরিশালে সর্বত্র আমাদের দলের নেতা-কর্মীদের উপর নানাবিধ হুমকি- নিপীড়ন চালানো হয়েছিল। সর্বশেষ নির্বাচনের দিন ১২৩টি কেন্দ্রেই সকাল থেকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা ও ভোটারদের লাঞ্ছনা করা হয়।

তিনি বলেন, আমিসহ আমার দলের নেতা- কর্মীরা বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সরাসরি নৌকা মার্কায় সিল মারা ব্যালট ধরে ফেলি। এর পরিপ্রেক্ষিতে নিজে মেয়র প্রার্থী হওয়ার পরও আমার উপর হামলা চালানো হয়। গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে যে প্রহসন করা হয়েছে- আমরা দেখেছি তার ড্রেস রিহার্সাল ৩০ জুলাই সিটি করপোরেশন নির্বাচনেই হয়ে গিয়েছি। দিন দিন এই সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক চেহারা আরো স্পষ্ট হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার মধ্য দিয়েই এ অবস্থার পরিবর্তন সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়