শিরোনাম
◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৫ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণী অর্চনার মধ্যে দিয়ে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বাণী অর্চনার মধ্যে দিয়ে বিদ্যা দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুরুতে প্রতিমা স্থাপন, পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলী প্রদান এবং সবশেষে প্রসাদ বিতরণ করা হয়। এই উপলক্ষে ফরিদপুর জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিভিন্ন ডিপার্টমেন্ট-এর পক্ষ থেকে পূজার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামানসহ সনাতনী ধর্মালম্বীদের অংশগ্রহণ ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থী ও সুধীজন এসময় উপস্থিত ছিলেন।

এদিকে শহরের ঐতিহ্যবাহী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সরস্বতী পূজা উৎযাপন করেন। সেখানে কলেজটির অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক, কলেজটির পূজা উৎযাপন কমিটির আহবায়ক চঞ্চল কুমার দাস, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু মহান সোম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এস,এম রুহুল আমিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম নাসিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়