শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৫ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণী অর্চনার মধ্যে দিয়ে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বাণী অর্চনার মধ্যে দিয়ে বিদ্যা দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুরুতে প্রতিমা স্থাপন, পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলী প্রদান এবং সবশেষে প্রসাদ বিতরণ করা হয়। এই উপলক্ষে ফরিদপুর জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিভিন্ন ডিপার্টমেন্ট-এর পক্ষ থেকে পূজার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামানসহ সনাতনী ধর্মালম্বীদের অংশগ্রহণ ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থী ও সুধীজন এসময় উপস্থিত ছিলেন।

এদিকে শহরের ঐতিহ্যবাহী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সরস্বতী পূজা উৎযাপন করেন। সেখানে কলেজটির অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক, কলেজটির পূজা উৎযাপন কমিটির আহবায়ক চঞ্চল কুমার দাস, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু মহান সোম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এস,এম রুহুল আমিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম নাসিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়