শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫২ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক মন্ত্রীর এপিএস সত্যজিত আটক

নয়া দিগন্ত : ফরিদপুরে প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মস্থান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারি একান্ত সচিব (এপিএস) সত্যজিৎ মুখার্জীকে (৪৫) আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী থানার পুলিশের একটি দল তাকে ঢাকার তেজগাঁ এলাকা থেকে আটক করে। এরপর দুপুর আড়াইটার দিকে তাকে ফরিদপুর নিয়ে আসা হয়। সন্ধ্যায় তাকে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে জেলা কারাগরে পাঠিয়ে দেয়া হয়।

সত্যজিত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাঁদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা। ২০১৬ সালের এপ্রিল মাসে খন্দকার মোশাররফ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালীন সময়ে সত্যজিতকে এপিএসের পদ থেকে অপসারণ করেন।

ফরিদপুর কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, এপিএস থেকে চাকুরীচ্যুত হওয়ার পর সত্যজিতের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় চাঁদাবাজী, মারামারি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১১টি মামলায় তিনি হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়। এর মধ্যে একটি মামলায় তাঁর সাজাও হয়।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি বিপুল কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার তেজগাঁ এলাকা থেকে আটক করা হয় সত্যজিতকে। দুপুর আড়াইটার দিকে তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়