শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিন্ন লুকে ফাইটারে দেখা মিলবে শাকিব খানের

বিনোদন প্রতিবেদক: ঢাকাই ছবির সুপার স্টার খ্যাত নায়ক শাকিব খান। প্রতিনিয়ত নিজেকে ভেঙে দর্শকদের সামনে নতুন নতুন রুপে হাজির হচ্ছেন তিনি। এর আগে ‘শিকারি’, ‘সুপার হিরো’ ‘নবাব’ ছবিতে ভিন্নরুপে হাজির হয়েছেন শাকিব খান। এবার শাকিব খান আবারও ভিন্নরুপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

জানা গেছে, শাকিব খানকে নিয়ে মালেক আফসারি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ছবির নাম ‘ফাইটার’। এটি প্রযোজনা করছেন শাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবাল।

ছবি শুরুর আগে শাকিব খানকে নিয়ে ঢাকাই ছবির মাষ্টার মেকার খ্যাত নির্মাতা ঘোষণা দিয়েছিলেন ছবি নির্মাণের। অভিনয় শিল্পী ঠিক হলেও ছবির নাম নিয়ে ছিল সংশয়। অবশেষে ‘ফাইটার’ নাম দিয়ে একটি ফটোগ্রাফি প্রকাশ করেছেন মালেক আফসারি।

এ বিষয়ে মালেক আফসারি বলেন, ‘আমার নতুন ছবির নাম রাখা হয়েছে ‘ফাইটার’। যেহেতু আমি সিনেমা খুব চিন্তা ভাবনা করে তৈরি করি। তাই এই ছবির কাজ প্রতিটি ধাপ অনুসরণ করে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন কাজ চলছে। পেপার ওয়ার্ক শেষ। দিনে ফিল্ড ওয়ার্ক চলছে। রাতে টেবিল ওয়ার্ক হচ্ছে। শুটিং শুরু করব আগামী ১৫ ফেব্রæয়ারি থেকে।

সিনেমা শুরুর দিকে মালেক আফসারি ঘোষণা দিয়েছিলেন এবার শাকিব খানকে একদম ভিন্ন লুকে দেখতে পারবেন দর্শক। আর এই ছবিটি হবে অ্যাকশন রোমান্টিকে ভরপুর। নির্মাতার কথায় দর্শক অব্যশই বিশ্বাস রাখবেন। কেননা তিনি তার প্রত্যেকটি সিনেমায় দেখিয়েছেন নির্মাণের মুন্সিয়ানা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের দুটি সিনেমা। এগুলো হচ্ছে- ‘নোলক’ ও ‘শাহেনশাহ’। এর মধ্যে ‘নোলক’-এ শাকিবের সঙ্গে অভিনয় করেছেন ববি হক। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন সাকিব সনেট। অন্যদিকে ‘শাহেনশাহ’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এতে শাকিবের নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। বর্তমানে সিনেমাটির গানের শুটিং চলছে। দুটি সিনেমাই চলতি মাসে মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে। এছাড়াও শাহীন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ সিনেমার শুটিং শেষের পথে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়