শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিন্ন লুকে ফাইটারে দেখা মিলবে শাকিব খানের

বিনোদন প্রতিবেদক: ঢাকাই ছবির সুপার স্টার খ্যাত নায়ক শাকিব খান। প্রতিনিয়ত নিজেকে ভেঙে দর্শকদের সামনে নতুন নতুন রুপে হাজির হচ্ছেন তিনি। এর আগে ‘শিকারি’, ‘সুপার হিরো’ ‘নবাব’ ছবিতে ভিন্নরুপে হাজির হয়েছেন শাকিব খান। এবার শাকিব খান আবারও ভিন্নরুপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

জানা গেছে, শাকিব খানকে নিয়ে মালেক আফসারি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ছবির নাম ‘ফাইটার’। এটি প্রযোজনা করছেন শাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবাল।

ছবি শুরুর আগে শাকিব খানকে নিয়ে ঢাকাই ছবির মাষ্টার মেকার খ্যাত নির্মাতা ঘোষণা দিয়েছিলেন ছবি নির্মাণের। অভিনয় শিল্পী ঠিক হলেও ছবির নাম নিয়ে ছিল সংশয়। অবশেষে ‘ফাইটার’ নাম দিয়ে একটি ফটোগ্রাফি প্রকাশ করেছেন মালেক আফসারি।

এ বিষয়ে মালেক আফসারি বলেন, ‘আমার নতুন ছবির নাম রাখা হয়েছে ‘ফাইটার’। যেহেতু আমি সিনেমা খুব চিন্তা ভাবনা করে তৈরি করি। তাই এই ছবির কাজ প্রতিটি ধাপ অনুসরণ করে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন কাজ চলছে। পেপার ওয়ার্ক শেষ। দিনে ফিল্ড ওয়ার্ক চলছে। রাতে টেবিল ওয়ার্ক হচ্ছে। শুটিং শুরু করব আগামী ১৫ ফেব্রæয়ারি থেকে।

সিনেমা শুরুর দিকে মালেক আফসারি ঘোষণা দিয়েছিলেন এবার শাকিব খানকে একদম ভিন্ন লুকে দেখতে পারবেন দর্শক। আর এই ছবিটি হবে অ্যাকশন রোমান্টিকে ভরপুর। নির্মাতার কথায় দর্শক অব্যশই বিশ্বাস রাখবেন। কেননা তিনি তার প্রত্যেকটি সিনেমায় দেখিয়েছেন নির্মাণের মুন্সিয়ানা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের দুটি সিনেমা। এগুলো হচ্ছে- ‘নোলক’ ও ‘শাহেনশাহ’। এর মধ্যে ‘নোলক’-এ শাকিবের সঙ্গে অভিনয় করেছেন ববি হক। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন সাকিব সনেট। অন্যদিকে ‘শাহেনশাহ’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এতে শাকিবের নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। বর্তমানে সিনেমাটির গানের শুটিং চলছে। দুটি সিনেমাই চলতি মাসে মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে। এছাড়াও শাহীন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ সিনেমার শুটিং শেষের পথে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়