শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪০ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার বোলিং কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে বোলারদের বাজে পারফরম্যান্সে তীব্র সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ডেভিড সাকের।

ভারতের বিপক্ষে বাজে সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষেও সেভাবে জ্বলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। বিশেষ করে বোলারদের পারফরম্যান্স হতাশ করেছে। আর এসবের ধারাবাহিকতায় পদত্যাগ করেন অজি বোলিং কোচ।

অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘বোলিং কৌশল নিয়ে ইংল্যান্ডের সাবেক কোচ ডেভিড সাকেরের সঙ্গে তার মতভেদ তৈরি হয়েছিল। অবশেষে তারা এখন পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন।’
বিবৃতিতে ল্যাঙ্গার বলেন, ‘গত নয় মাস দলে সাকেরের দায়িত্ব নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করেছি। দলের স্বার্থে ভিন্ন নির্দেশনায় এগিয়ে যাওয়ার সঠিক সিদ্ধান্তের বিষয়ে আমরা একমত হয়েছি।’

আর বিশ্বকাপ ও অ্যাশেজের আগে বোলিং কোচ চলে যাওয়ায় বেশ সমস্যা ও দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ)। তবে আপাতত ভারপ্রাপ্ত বোলিং কোচ নিয়ে সামলাতে হচ্ছে সিএকে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ভারত সফর ও সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সফরে ট্রয় কুলি ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন সাকের। সিএর পক্ষ থেকে জানানো হয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দেওয়া হতে পারে। যার হাতে কমপক্ষে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের দায়িত্ব থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়