শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪০ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার বোলিং কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে বোলারদের বাজে পারফরম্যান্সে তীব্র সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ডেভিড সাকের।

ভারতের বিপক্ষে বাজে সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষেও সেভাবে জ্বলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। বিশেষ করে বোলারদের পারফরম্যান্স হতাশ করেছে। আর এসবের ধারাবাহিকতায় পদত্যাগ করেন অজি বোলিং কোচ।

অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘বোলিং কৌশল নিয়ে ইংল্যান্ডের সাবেক কোচ ডেভিড সাকেরের সঙ্গে তার মতভেদ তৈরি হয়েছিল। অবশেষে তারা এখন পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন।’
বিবৃতিতে ল্যাঙ্গার বলেন, ‘গত নয় মাস দলে সাকেরের দায়িত্ব নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করেছি। দলের স্বার্থে ভিন্ন নির্দেশনায় এগিয়ে যাওয়ার সঠিক সিদ্ধান্তের বিষয়ে আমরা একমত হয়েছি।’

আর বিশ্বকাপ ও অ্যাশেজের আগে বোলিং কোচ চলে যাওয়ায় বেশ সমস্যা ও দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ)। তবে আপাতত ভারপ্রাপ্ত বোলিং কোচ নিয়ে সামলাতে হচ্ছে সিএকে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ভারত সফর ও সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সফরে ট্রয় কুলি ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন সাকের। সিএর পক্ষ থেকে জানানো হয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দেওয়া হতে পারে। যার হাতে কমপক্ষে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের দায়িত্ব থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়