শিরোনাম
◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি ◈ “আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ২ লাখ টাকায় মামুন হত্যার চুক্তি”

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে জবি ছাত্রের আকুতি

জয়নুল হক, জবি সংবাদদাতা: ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সহযোগিতার চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থী সাইফুর রহমান (ফাহাদ)। ২০১৪ সালে তাঁর মায়ের (মাহমুদা বেগম) ব্রেস্ট ক্যান্সার ধরা পরে। এরপর থেকে চিকিৎসা চালিয়ে আসলেও বর্তমানে ফাহাদের পরিবারের আর্থিকভাবে অস্বচ্ছল হয়ে পড়ায় ফাহাদের মায়ের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। মাকে বাঁচাতে তাই দ্বারে দ্বারে ঘুরছেন জবি ছাত্র সাইফুর রহমান (ফাহাদ)। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পি.জি হাসপাতাল) ডাঃ মোঃ রাসেল মাহমুদা বেগমের চিকিৎসা চালিয়ে আসছিলেন। অর্থের অভাবে মাহমুদা বেগমকে হাসপাতাল থেকে গ্রামের বাড়ি ভোলার চরফেশনে নিয়ে যাওয়া হয়েছে। রোগীর অবস্থা বর্তমানে অবনতির দিকে থাকায় ডাক্তার রোগীকে বিদেশে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। এর জন্য প্রয়োজন অন্তত দশ (১০) লক্ষ টাকা। ইতিমধ্যেই অনেক টাকা খরচ করে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের পক্ষে এত টাকা যোগার করা প্রায় অসম্ভব। তাই জবি ছাত্র ফাহাদ তাঁর মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করেছেন।

প্রয়োজনেঃ
০১৬৭০৭২২৮২৫ (সাইফুর রহমান ফাহাদ)
০১৮৩৮৬৫৭৯৫২ (আশিকুর রহমান সাদ)

সহায়তার ঠিকানাঃ
bKash no: 01670722825
Rocket no: 016707228257

Bank Account:
Dutch Bangla Bank
Name: Md. Sayfur Rahman
A/c no: 7017512312297
Branch: Jatrabari Branch, Dhaka

  • সর্বশেষ
  • জনপ্রিয়