শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ.আফ্রিকা সিরিজে লঙ্কান দলে আট পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : আগামী ১৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে সফরকারী শ্রীলঙ্কা। ডারবানে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজকে সামনে রেখে গতকাল ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরের দল থেকে আটজনকে বাদ দেয়া হয়েছে। বাদ পড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমালও। দক্ষিণ আফ্রিকায় শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারতেœ।

১৭ জনের স্কোয়াডে জায়গা হয়নি অফস্পিনার দিলরুয়ান পেরেরা ও মিডল অর্ডার ব্যাটসম্যান রোশেন সিলভার। বামহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও পেসার মোহাম্মদ সিরাজকে ডাকা হয়েছে দলে। ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা ও অশাধা ফার্নান্দো অভিষেকের অপেক্ষায় আছেন। মিলিন্দা শ্রীবর্ধনে ও উদ্বোধনী ব্যাটসম্যান কুশাল সিলভারও জায়গা হয়েছে দলে।

লাহিরু কুমারা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান প্রদীপ অবশ্য ইনজুরিতে আছেন। তাদের সঙ্গে ইনজুরিতে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। তিনি গেল ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষের টেস্টে ইনজুরিতে পড়েন। পেসারদের তালিকায় আছেন কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও চামিকা করুণারতেœ।

শ্রীলঙ্কার স্কোয়াড : দিমুথ করুণারতেœ, নিরোশান ডিকভেলা, লাহিরু থিরিমানে, কুশাল সিলভা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, মিলিন্দা শ্রীবর্ধনে, ধনঞ্জয়া ডি সিলভা, অশাধা ফার্নান্দো, অ্যাঞ্জেলো পেরেরা, সুরাঙ্গা লাকমল, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, চামিকা করুণারতেœ, মোহামেদ সিরাজ, লাকসান সান্দাকান ও লাসিথ এম্বুলদেনিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়