শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পান্ডিয়া ও রাহুলের বিরুদ্ধে নারী অবমাননার মামলা

স্পোর্টস ডেস্ক : মুখ ফসকে কথা বলার শাস্তিটা ভালোভাবেই পেতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার সঙ্গী হিসেবে থাকা লোকেশ রাহুলও জড়িয়েছেন পান্ডিয়ার সঙ্গে। নিউজিল্যান্ড সফরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে নিউজিল্যান্ড সিরিজেই। দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেনও এক ম্যাচে। লোকেশ রাহুলও ভারত এ দলে ডাক পেয়েছেন।

ফলে সবাই মোটামুটি ভেবেই নিয়েছিল সব সমালোচনা আর বিতর্ক পাশ কাটিয়ে এবার খেলায় মন দিতে পারবেন ভারতের এই দুই ক্রিকেটার। কিন্তু ঝামেলা এখনো শেষ হয়নি তাদের। ভারতের জোধপুরে পান্ডিয়া, রাহুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নারীদের অবমাননাকর মন্তব্যের দায়ে এ মামলায় তাদের সঙ্গে নাম লেখা হয়েছে চিত্রনির্মাতা করণ জোহরেরও।

‘কফি উইথ করণ’ বেশ জনপ্রিয় টিভি শো। বলিউডের অনেক তারকাই এ অনুষ্ঠানে গিয়ে অকপটে নিজেদের গোপন কথা বলে দেন। এ অনুষ্ঠানে ডাক পেয়ে সে পথেই হাটতে চেয়েছেন পান্ডিয়া ও রাহুল। কিন্তু করণের কিছু প্রশ্নের উত্তরে এমন কিছু কথা বলেছেন তারা যা নারীর জন্য অবমাননাকর। ডিসেম্বরে প্রকাশিত সে অনুষ্ঠানের পর সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে গেছে। নারী বিদ্বেষী ও জাতিগত বৈষম্যমূলক মন্তব্য করায় পান্ডিয়ার ওপর খেপেছেন সবাই। রাহুলের ওপর সরাসরি ক্ষোভ না থাকলেও তার মন্তব্যও বিরক্তির উদ্রেক ঘটিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দুই ক্রিকেটারকে দেশে ডেকে পাঠিয়েছিল বিসিসিআই। ২৪ জানুয়ারি তাদের নিষেধাজ্ঞা তুলে নেয় ভারতীয় বোর্ড। এ ব্যাপারে প্রশাসক কমিটি (সিওএ) জানিয়েছিল, যেহেতু একজন নিরপেক্ষ বিচারকের অধীনে সব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সেটা সুপ্রিম কোর্টের প্রধান নির্বাচক নিয়োগ দেবেন, আপাতত দুই ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। বিসিসিআই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় অনেকেই ক্ষিপ্ত হয়েছেন। এবং সেটা যে অনেকেই মেনে নিতে পারেননি, সেটা নতুন এ মামলায় বোঝা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়