শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটছে ভারতীর সীমান্তের ভেতরে : বিজিবি মহাপরিচালক

নাহিদ মোর্শেদ : সীমান্ত ডাটা সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটছে ভারতীয় সীমান্তের ১০ থেকে ২০ কিলোমিটার ভেতরে। এগুলো সীমান্ত হত্যাকাণ্ড নয়। নো-ম্যানস ল্যান্ডে বাংলাদেশের ভেতরে ১৫০ গজ ও ভারতের ভেতরে ১৫০ গজের মধ্যে হত্যার ঘটনা হলে সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক । তিনি বলেন, কোনো হত্যাই গ্রহণযোগ্যনয়, প্রতিটি জীবন ম‚ল্যবান হত্যাকান্ড হচ্ছে ভারত সীমান্তে । আমরা বিজিবির পক্ষ থেকে প্রতিটি হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছি। বাংলা ট্রিবিউন

বুধবার ৬  ফ্রেবুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদর দফতর পিলখানায় ‘সীমান্ত ডাটা সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে সীমান্তে সংঘটিত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, গত বছরের অক্টোবর পর্যন্ত সীমান্তে মারা গেছে মাত্র একজন। সেটা এখন আট জনে দাঁড়িয়েছে। সব হত্যাকাণ্ড সীমান্তে হচ্ছে তা নয়। বেশিরভাগ হত্যাকাণ্ড ভারতীয় সীমান্তের ১০-২০ কিলোমিটার ভেতরে হচ্ছে। সিলেট সীমান্তে খাসিয়ারা রয়েছে। অবৈধভাবে যখন বাংলাদেশিরা ঢুকছে, তখন শুধুু ভারতীয় সীমান্তরক্ষীরিই নয়, সেদেশের খাসিয়ারাও তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে গুলি করছে। আমরা প্রতিটি হত্যাকাণ্ডে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, সামান্য কিছু টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিছু ব্যবসায়ী ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে। আবার কিছু মানুষের আত্মীয়-স্বজন সীমান্তের ওপারে আছে। তারা ঐতিহাসিকভাবে যাওয়া-আসা করে থাকে। যারা কোনও আত্মীয়ের অনুষ্ঠান বা বিশেষ কোনও প্রোগ্রামে অংশ নিতে চায়, তখন আমাদের বললেই সেই ব্যবস্থা আমরা করে দেই। বিএসএফ-ও এটা অ্যালাউ করে। আমাদের মধ্যে সেই বন্ধুত্বপ‚র্ণ সম্পর্ক রয়েছে। আমাদের নাগরিকদের আরও বেশি সচেতন হতে হবে। অবৈধভাবে অনুপ্রবেশ করা যে অন্যায় সেটা বুঝাতে হবে।

বন্ধুত্বপ‚র্ণ সম্পর্ক থাকা অবস্থাতেও কেন হত্যাকাণ্ড ঘটছে এমন প্রশ্নে বিজিবি মহাপরিচালক বলেন, ওদের ব্যাটেলিয়ন পরিবর্তন হয়। অন্য সীমান্ত থেকে এখানে আসে। আমাদের সীমান্তে এসে আমাদের মধ্যে যে বন্ধুত্বপ‚র্ণ সম্পর্ক রয়েছে, তা অনেক সময় তারা বুঝতে পারে না। তবে সীমান্তের এসব সমস্যা সমাধানে তারা আন্তরিক ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়