শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটক প্রতি কত টাকা পান এটিএম শামসুজ্জামান?

বিনোদন প্রতিবেদক: অভিনেতা শামীম আহমেদ। তার আসল নাম শামীম হোসেন হলেও অনেকেই তাকে শামীম আহমেদ নামেই চেনেন বা জানেন। ১৭ বছরের ক্যারিয়ারে এক হাজারেরও বেশি নাটক এবং ২৬টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। নাটক কিংবা সিনেমাতে তাকে কমেডিয়ান চরিত্রেই বেশি দেখা যায়। বিনোদন বিভাগের সঙ্গে পেছনের গল্প নিয়ে কথা বলেন কমেডিয়ান এই অভিনেতা।

১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু তার। তারপর একে একে হেটে চলেছেন অভিনয়ের পথে। কাজ করেছেন অসংখ্য নাটক ও চলচ্চিত্রে। ২০ বছরের ক্যারিয়ারে অনেক তারকা ও গুণী শিল্পীদের সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছে তার। আমাদের ইন্ডাস্ট্রির এক বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান। তাকে নিয়ে কমডিয়ান এই অভিনেতা বলেন, আমি অনেক অনেক বড় অভিনেতা চোখের সামনে দেখেছি। উনাদের দেখে দেখে একটা জিনিস বুঝেছিলাম অভিনয় জিনিসটা আসলে এত সহজ না। উপর ওয়ালা যদি স্বয়ং নিজে হাত না দেয় তাহলে কখনো সম্ভব না।

অভিনয়ে একজন ম্যাজিশিয়ান আছে আমাদের। এটিএম শামসুজ্জামান। আমার খুব প্রিয় নানা। তার কথা যদি বলি তবে মন খারাপ হয়ে আসে। প্রায় ষাট বছরেরও বেশি সময় ধরে তিনি এই লাইনে। কী না করেছেন। অভিনয়, লেখা, পরিচালনা, প্রযোজনা। কী তার মন-মানসিকতা। বিরাট বটবৃক্ষ। এই লোকটা ২০-৩০ হাজার টাকা পায় এখন নাটকে। সেটাও কতো কাহিনি করে। এই দেশে অভিজ্ঞতার দাম নেই। গ্ল্যামার আর নায়ক-নায়িকা হওয়াটাই বড় কথা। নইলে যেখোনে নতুন একটা ছেলেমেয়ে হুট করেই এসেই দিনে ৩০ করে পারিশ্রমিক নেয় সেখানে ষাট বছর ধরে অভিনয় করা একজন মানুষের পারিশ্রমিক তার চেয়ে কম কী করে হয়! তার নাম নিলেই তো ৫০ বলা উচিত। এসব সিস্টেম নেই বলেই এই দেশে নাটকের মান বাড়ে না।

তবে আমার মন খারাপ হলেও একটা বিষয় ভেবে শান্তি পাই। যারা দিতে পারে আর নিতে পারে এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা কম খাবো, বেশি দিন বাঁচবো। বেশি খাওয়ার জন্য ঠাস করে পড়ে যাবো না। ২০ বছরে গ্ল্যামার তো আর কম দেখলাম না। অনেককে আজকাল দূরবীন দিয়েও মিডিয়াতে দেখা যায় না। আমি ছোট মানুষ, করে খাচ্ছি এখনো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়