শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৭ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ৫৬ পিচ ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনায় ৫৬ পিচ ইয়াবাসহ ময়না বেগম (৩৭) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ময়না বেগম মিয়া পাড়ার ২য় গলির মৃত মতি হওলাদারের মেয়ে।

শুক্রবার মধ্য রাতে মহানগরীর দৌলতপুর থানাধীন রেলিগেইট এলাকার রেলকলোনী থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৬) এর একটি দল।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম পিপিএম শনিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলনা মহানগরের দৌলতপুর থানাধীন এলাকায় রেলিগেইট এলাকায়, রেলকলোনী, রেল লাইনের উক্তর পার্শ্বে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ময়না বেগমকে আটক করে মাদকদ্রব্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে ময়না বেগম। তিনি এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা গেছে। আসামির বিরুদ্ধে খুলনা মহানগরের দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়