মাহফুজ নান্টু: শিক্ষা সংস্কৃতি-ইতিহাস ঐতিহ্যর ধারক বাহক পথিকৃত কুমিল্লা জেলার অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সংগঠন তিননদী পরিষদ। ভাষা আন্দোলনকে সম্মান জানাতেই প্রতি বছর ১ ফেব্রুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত টানা একুশ দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সাপ্তাহিক অভিভাধন সম্পাদক আবুল হাসানাত বাবুল। তিনিই গত ৩৬ বছর ধরে ফ্রেব্রুয়ারী মাসে নগরীর শিশু পার্কের জামতলার পাকা বেধীতে এ আয়োজনটি করে থাকেন। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জেলার বিশিষ্টজনরা এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
আজ ১ ফেব্রুয়ারী ২০১৯। গত ৩৫ বছরের ধারাবাহিকতায় আজ থেকে শুরু হলো কুমিল্লার প্রাচীন সাংস্কৃতিক সংগঠন তিন নদী পরিষদের ২১ দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চলবে ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত।
ভাষা আন্দোলনকে সম্মান জানানোর প্রতিশ্রুতিবদ্ধ তিননদী পরিষেদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আঞ্চলিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এ ধরণের কার্যক্রম আমাদেও আগামী প্রজন্মের কাছে ভাষা আন্দোলন সর্ম্পকে-ভাষা আন্দোলনের রুপকার এ কুমিল্লার কৃতি সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত,ভাষা শহীদ রফিকুল ইসলাম সর্ম্পকে সঠিক ইতিহাস জানতে পাঞ্জেরীর ভূমিকায় থাকবে। আমি কুমিল্লা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে এমন মহতি কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য অভিনন্দন ও কৃজ্ঞতা জানাই।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি,নবাব ফয়জুন্নেচ্ছো বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোখসানা ফেরদৌস মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুল হাসানাত বাবুল।
আলোচনা অনুষ্ঠানের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।