শিরোনাম
◈ দেশে এমন কোনো পণ্য নেই যা নকল হয় না: ক্যাব সভাপতি ◈ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ ◈ ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল ◈ ভোটারদের পছন্দে কোন দল এগিয়ে, জরিপে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ প্রবাসীদের জন্য ইতালিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার মুখে ◈ ২০ বছর পর জেইসি বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান ◈ নি‌জের মাঠে ভারত সিরিজ শুরুর আগে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ◈ ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন  বন্ধ না করলে ব্লক হতে পারে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ◈ নতুন পে কমিশন প্রায় এক দশক পর গঠিত, সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণের ইঙ্গিত ◈ মিরপুরে কেমিক্যাল ‍গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৭ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬৬ রান করতে নেমে শুরুতেই বিপদে চট্টগ্রাম (সরাসরি)

আক্তারুজ্জামান : শেষ চারে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে একদল। আরেকদলের প্লে-অফ নিশ্চিত। তাই ম্যাচটা একটু কম গুরুত্বপূর্ণ। তবুও সিলেট সিক্সার্সের বিরুদ্ধে জয় পেতে চাইবে চিটাগং ভাইকিংস। কেননা প্লে-অফের প্রথম দুইয়ে থাকতে পারলে একটি হারের পরও ফাইনালে ওঠার সুযোগ থাকবে। এরকম ম্যাচ সামনে রেখে টস জিতে আগেই বিদায় নিশ্চিত হওয়া সিলেট সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছেন চিটাগংয়ের দলনায়ক মুশফিকুর রহিম।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমেছে চিটাগং। ইতিমধ্যে দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছে বন্দর নগরীর দলটি। অনেকদিন বাদে মাঠে নামা মোহাম্মদ আশরাফুল রান না করেই ফিরে গেছেন। ক্যামেরন ডেলপোর্ট ২ রানে ফেরেন। প্রথমটি তাসকিন এবং দ্বিতীয়টি নেন ইবাদাত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪ রান। ইয়ারি আলী ও মুশফিকুর রহিম ক্রিজে আছেন।

শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান তোলে সিলেট। সিলেটের হয়ে দারুণ ব্যাটিং করেছেন আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ নেওয়াজ ও সাব্বির রহমান। ফ্লেচার সর্বোচ্চ ৬৬ রান করেন। সাব্বির ৩২ ও নেওয়াজ ৩৪ রান করেন। চিটাগংয়ের হয়ে নতুন মাঠে নামা দক্ষিণ আফ্রিকান বোলার হার্দুস ভিলজন চারটি উইকেট নেন।

সিলেট ইতিমধ্যে ১১টি ম্যাচ খেলে জয় পেয়েছে চারটিতে। ফলে তাদের ঝুলিতে আছে আট পয়েন্ট। কিন্তু এই পয়েন্ট তাদের আর কোনও কাজে লাগবে না। কেননা ইতিমধ্যে বিদায় ঘণ্টা বেজে গেছে ওয়াকার ইউনুসের শিষ্যদের। অন্যদিকে ১১ ম্যাচে সাত জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে প্লে-অফ নিশ্চিত করা চট্টলা বাহিনী।

এই ম্যাচে জয় পেলে চিটাগংয়ের পয়েন্ট দাঁড়াবে ১৬। যার ফলে শীর্ষ দুইয়ে থাকার সুযোগ আসবে মুশফিক বাহিনীর। যেটা হলে ফাইনালে যাওয়ার পথটা একটু সহজ হবে তাদের।এই ম্যাচে মোহাম্মদ আশরাফুলকে দলে ডেকেছে চট্টগ্রাম। কিপিং করছেন মুশফিক।

অন্যদিকে চট্টলাদের একটুও ছাড় দিতে চাইবে না সিলেট সিক্সার্স। কেননা একটি জয় দিয়ে আসর শেষ করতে মুখিয়ে আছেন অলোক কাপালীরা।

চিটাগং ভাইকিংস একাদশ : মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, ক্যামেরন ডেলপোর্ট, রবি ফ্রাইলিঙ্ক, নাইম হাসান, দাসুন শানাকা, সিকান্দার রাজা।

সিলেট সিক্সার্স একাদশ : আফিফ হোসেন, আন্দ্রে ফ্লেচার, জেসন রয়, সাব্বির রহমান, মোহাম্মদ নেওয়াজ, অলোক কাপালী, নাবিল সামাদ, ওয়াইন পারনেল, তাসকিন আহমেদ, জাকির আলী ও ইবাদাত হোসেন।

সরাসরি দেখুন এখানে......

  • সর্বশেষ
  • জনপ্রিয়