শিরোনাম
◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু ◈ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা  ◈ বিএনপি ও জামায়াতের তিক্ততা বা কথার যুদ্ধ তীব্র হচ্ছে কেন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১০ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানবেরায় দেখা মিলল ‘পুরোনো অস্ট্রেলিয়ার’

স্পোটস ডেস্ক : গত বছরের মার্চ থেকে চেহারা পাল্টে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। অনেকদিন ধরেই দেখা যাচ্ছিল না চেনা অস্ট্রেলিয়াকে। স্মিথ-ওয়ার্নারের বল টেম্পারিং কর্মকা-ে নিষেধাজ্ঞা থাকায় তরুণদের নিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া ক্রিকেট। তবে আজ ক্যানবেরায় দেখা মিলল সেই পুরোনো অস্ট্রেলিয়ার। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮৪ রান তুলেছে।

ক্যানবেরা টেস্টের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ওপেনার জো বার্নশ এবং ট্রেভিস হেড। ২৮ রানে তিন উইকেট পতনের পর ৩০৮ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের ভীত গড়ে দিয়েছেন এ দুই ক্রিকেটার। হেড ১৬১ রানে সাজঘরে ফিরলেও বার্নশ অপরাজিত আছেন ১৭২ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীলংকার বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর দুর্দান্ত বোলিংয়ে স্কোরবোর্ডে ২৮ রান যোগ করতেই ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে স্বাগতিকরা। দলীয় ১১ রানে প্রথমে মার্কাস হ্যারিসকে সাজঘরে ফেরান ফার্নান্দো। রানের খাতা খোলার আগেই ফিরে যান উসমান খাজা।

এরপর অস্ট্রেলিয়ার হাল ধরেন ওপেনার জো বার্নশ এবং ট্রেভিস হেড। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে দেখে শুনে খেলে ১০৩ রান স্কোরবোর্ডে যোগ করেন দুজন। লাঞ্চের পর ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন দুজনই। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এক সেশনে কোন উইকেট না হারিয়ে ১১৭ রান যোগ করে এ জুটি। এই সেশনে সেঞ্চুরি তুলে নেন বার্নশ।

শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন হেডও। বার্নশের পর সেঞ্চুরি হাঁকালেও ব্যক্তিগত ১৫০ রানে তার আগেই ফিরে যান হেড। কিন্তু ১৬১ রানে থাকা অবস্থায় দলীয় ৩৩৬ রানে বিশ্ব ফার্নান্দোর তৃতীয় শিকার হিসেবে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি। ২০৪ বলে ২১ চার এবং ১ ছক্কায় ইনিংসটি সাজান হেড।

হেড ফিরলেও কার্টিস পেটারসনকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত ১৫০ তুলে নেন বার্নশ। এরপর অবশ্য আর কোন উইকেট না হারিয়ে ৩৮৪ রান নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়