শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১০ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানবেরায় দেখা মিলল ‘পুরোনো অস্ট্রেলিয়ার’

স্পোটস ডেস্ক : গত বছরের মার্চ থেকে চেহারা পাল্টে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। অনেকদিন ধরেই দেখা যাচ্ছিল না চেনা অস্ট্রেলিয়াকে। স্মিথ-ওয়ার্নারের বল টেম্পারিং কর্মকা-ে নিষেধাজ্ঞা থাকায় তরুণদের নিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া ক্রিকেট। তবে আজ ক্যানবেরায় দেখা মিলল সেই পুরোনো অস্ট্রেলিয়ার। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮৪ রান তুলেছে।

ক্যানবেরা টেস্টের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ওপেনার জো বার্নশ এবং ট্রেভিস হেড। ২৮ রানে তিন উইকেট পতনের পর ৩০৮ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের ভীত গড়ে দিয়েছেন এ দুই ক্রিকেটার। হেড ১৬১ রানে সাজঘরে ফিরলেও বার্নশ অপরাজিত আছেন ১৭২ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীলংকার বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর দুর্দান্ত বোলিংয়ে স্কোরবোর্ডে ২৮ রান যোগ করতেই ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে স্বাগতিকরা। দলীয় ১১ রানে প্রথমে মার্কাস হ্যারিসকে সাজঘরে ফেরান ফার্নান্দো। রানের খাতা খোলার আগেই ফিরে যান উসমান খাজা।

এরপর অস্ট্রেলিয়ার হাল ধরেন ওপেনার জো বার্নশ এবং ট্রেভিস হেড। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে দেখে শুনে খেলে ১০৩ রান স্কোরবোর্ডে যোগ করেন দুজন। লাঞ্চের পর ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন দুজনই। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এক সেশনে কোন উইকেট না হারিয়ে ১১৭ রান যোগ করে এ জুটি। এই সেশনে সেঞ্চুরি তুলে নেন বার্নশ।

শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন হেডও। বার্নশের পর সেঞ্চুরি হাঁকালেও ব্যক্তিগত ১৫০ রানে তার আগেই ফিরে যান হেড। কিন্তু ১৬১ রানে থাকা অবস্থায় দলীয় ৩৩৬ রানে বিশ্ব ফার্নান্দোর তৃতীয় শিকার হিসেবে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি। ২০৪ বলে ২১ চার এবং ১ ছক্কায় ইনিংসটি সাজান হেড।

হেড ফিরলেও কার্টিস পেটারসনকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত ১৫০ তুলে নেন বার্নশ। এরপর অবশ্য আর কোন উইকেট না হারিয়ে ৩৮৪ রান নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়