শিরোনাম
◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার জিতলেই শেষ চারে সাকিবের ঢাকা

এল আর বাদল : বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল) চট্টগ্রাম ঘুরে এখন ঢাকায়। শুক্রবার থেকে মিরপুরে শুরু হবে গ্রুপ পর্বের শেষ খেলা। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম লড়বে সিলেট সিক্সার্সের বিরুদ্ধে।

চলমান বিপিএলে টানা চারটি জয় দিয়ে শুরু করা ঢাকা ডায়নামাইটস এখনও সেরা চারের বাইরে। সেরা চারে জায়গা করে নিতে এখনো কিছু সমীকরণ মেলাতে হবে সাকিব আল হাসানের দলকে। ঢাকা ডায়নামাইটস প্রথম হারের মুখ দেখে রাজশাহী কিংসের বিপক্ষে, সেই রাজশাহী কিংস আছে এখন চার নম্বরে। রাজশাহীর পয়েন্ট এখন ১২ ম্যাচে ১২।

তবে ঢাকার জন্য আশার কথা এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। তবে নেট রান রেটের হিসেবে ঢাকা সবার চেয়ে এগিয়ে। তাই সমীকরণ বলছে এই দুটি ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই সেরা চারে জায়গা পাবে ঢাকা ডায়নামাইটস।

সবগুলো দলের মধ্যে একমাত্র রাজশাহী কিংস নির্ধারিত ১২ ম্যাচ খেলে ফেলেছে। তাই তাদের তাকিয়ে থাকতে হবে ঢাকার বাকি দুই ম্যাচের দিকে। সেই দুই ম্যাচে ঢাকা পরাজিত হলেই কেবল সেরা চারে জায়গা পাবে মিরাজ-মুস্তাফিজের রাজশাহী কিংস। রংপুর রাইডার্স, যারা ১১টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে। ক্রিস গেইল এখনো আশানুরুপ না খেলতে পারলেও, মাশরাফি বিন মোর্তুজা, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, অ্যালেক্স হেইলসরা রংপুরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স, শুরুতে স্টিভ স্মিথ অধিনায়ক থাকলেও, পরে ইমরুল কায়েসের অধিনায়কত্বে আগায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যেখানে শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরা ভূমিকা রাখেন। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট কুমিল্লার। চিটাগং ভাইকিংস, মুশফিকুর রহিমের দল চিটাগং ভাইকিংস এখন পর্যন্ত রবি ফ্রাইলিংক, মুশফিকুর রহিম, ইয়াসির আলীর ওপর ভর করে তিন নম্বরে আছে। ১১ ম্যাচে চিটাগয়ের পয়েন্ট ১৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়