শিরোনাম
◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার ◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার জিতলেই শেষ চারে সাকিবের ঢাকা

এল আর বাদল : বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল) চট্টগ্রাম ঘুরে এখন ঢাকায়। শুক্রবার থেকে মিরপুরে শুরু হবে গ্রুপ পর্বের শেষ খেলা। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম লড়বে সিলেট সিক্সার্সের বিরুদ্ধে।

চলমান বিপিএলে টানা চারটি জয় দিয়ে শুরু করা ঢাকা ডায়নামাইটস এখনও সেরা চারের বাইরে। সেরা চারে জায়গা করে নিতে এখনো কিছু সমীকরণ মেলাতে হবে সাকিব আল হাসানের দলকে। ঢাকা ডায়নামাইটস প্রথম হারের মুখ দেখে রাজশাহী কিংসের বিপক্ষে, সেই রাজশাহী কিংস আছে এখন চার নম্বরে। রাজশাহীর পয়েন্ট এখন ১২ ম্যাচে ১২।

তবে ঢাকার জন্য আশার কথা এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। তবে নেট রান রেটের হিসেবে ঢাকা সবার চেয়ে এগিয়ে। তাই সমীকরণ বলছে এই দুটি ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই সেরা চারে জায়গা পাবে ঢাকা ডায়নামাইটস।

সবগুলো দলের মধ্যে একমাত্র রাজশাহী কিংস নির্ধারিত ১২ ম্যাচ খেলে ফেলেছে। তাই তাদের তাকিয়ে থাকতে হবে ঢাকার বাকি দুই ম্যাচের দিকে। সেই দুই ম্যাচে ঢাকা পরাজিত হলেই কেবল সেরা চারে জায়গা পাবে মিরাজ-মুস্তাফিজের রাজশাহী কিংস। রংপুর রাইডার্স, যারা ১১টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে। ক্রিস গেইল এখনো আশানুরুপ না খেলতে পারলেও, মাশরাফি বিন মোর্তুজা, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, অ্যালেক্স হেইলসরা রংপুরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স, শুরুতে স্টিভ স্মিথ অধিনায়ক থাকলেও, পরে ইমরুল কায়েসের অধিনায়কত্বে আগায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যেখানে শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরা ভূমিকা রাখেন। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট কুমিল্লার। চিটাগং ভাইকিংস, মুশফিকুর রহিমের দল চিটাগং ভাইকিংস এখন পর্যন্ত রবি ফ্রাইলিংক, মুশফিকুর রহিম, ইয়াসির আলীর ওপর ভর করে তিন নম্বরে আছে। ১১ ম্যাচে চিটাগয়ের পয়েন্ট ১৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়