শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

প্রথম আলো :  কেপটাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে স্বাগতিকেরা। ৬ ওভারের মাথাতে স্বাগতিকেরা প্রথম উইকেট হারালেও খুব একটা সমস্যায় পড়তে হয়নি। দলের ৩৯ রানে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। এরপর হেনরিক-ডি কক জুটিতে ৬১, ডু প্লেসি-ডি কক জুটিতে ৪৬ ও ডু প্লেসি-ফন ডার ডুসেনের ৯৫ রানের জুটির ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ নিজেদের করে নেয় প্রোটিয়ারা। ডু প্লেসি ও ফন ডার ডুসেন দুজনই ৫০ রানে অপরাজিত ছিলেন। ১৪ রানের মাথায় ওপেনার আমলা শাহিন আফ্রিদির বলে ফিরে গেলেও ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি কক। দলীয় ১৪৬ রানের মাথায় ডি কককে ফেরান উসমান শিনওয়ারি। এর আগে ৩৩ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে আমিরের বলে সাজঘরে ফেরেন হেনরিক। ১০ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে যায় স্বাগতিকেরা।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৪০ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন ফখর জামান। ৭৩ বলে ৭০ রানের ইনিংসে চার মেরেছেন ১০টি। আটে নেমে ৩১ বলে ৪৭ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিলে ফিকোয়াও নিয়েছেন ২টি করে উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়