শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

প্রথম আলো :  কেপটাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে স্বাগতিকেরা। ৬ ওভারের মাথাতে স্বাগতিকেরা প্রথম উইকেট হারালেও খুব একটা সমস্যায় পড়তে হয়নি। দলের ৩৯ রানে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। এরপর হেনরিক-ডি কক জুটিতে ৬১, ডু প্লেসি-ডি কক জুটিতে ৪৬ ও ডু প্লেসি-ফন ডার ডুসেনের ৯৫ রানের জুটির ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ নিজেদের করে নেয় প্রোটিয়ারা। ডু প্লেসি ও ফন ডার ডুসেন দুজনই ৫০ রানে অপরাজিত ছিলেন। ১৪ রানের মাথায় ওপেনার আমলা শাহিন আফ্রিদির বলে ফিরে গেলেও ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি কক। দলীয় ১৪৬ রানের মাথায় ডি কককে ফেরান উসমান শিনওয়ারি। এর আগে ৩৩ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে আমিরের বলে সাজঘরে ফেরেন হেনরিক। ১০ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে যায় স্বাগতিকেরা।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৪০ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন ফখর জামান। ৭৩ বলে ৭০ রানের ইনিংসে চার মেরেছেন ১০টি। আটে নেমে ৩১ বলে ৪৭ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিলে ফিকোয়াও নিয়েছেন ২টি করে উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়