শিমুল মাহমুদ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার দূরভিসন্ধি ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে কারাগারে বন্দি করে রেখেছে। আমরা আগেই বলেছিলাম, এই নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের নেত্রীকে কারাগারে নিয়েছে, এটা আজ প্রমাণিত হয়েছে।
আজকে সারা বিশ্বের মানুষ এই সরকারকে গণতান্ত্রিক সরকার বলে না। আর তার প্রতিক্রিয়া, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম সংসদ অধিবেশন বসার প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহবান জানিয়ে ড. মোশাররফ বলেন, দেশকে রক্ষা করার জন্য, জনগণকে রক্ষা করার জন্য আসুন আমরা আগামি দিনে আর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায় করার জন্য যেখানে যা করা প্রয়োজন, তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, আন্দোলন বেগবান একটি নিরপেক্ষ সরকাকের অধীনে নিরপেক্ষ নির্বাচন আদায় করি।