শিরোনাম
◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটজন মিলে তরুণীর সঙ্গে রাত্রিযাপন, টাকা চাওয়ায় হত্যা

পরিবর্তন : ফতুল্লার ভোলাই এলাকায় পরিত্যক্ত জায়গা থেকে ২২ বছরের তরুণীর লাশ উদ্ধারের ২০ দিনের মাথায় জুয়েল নামে এক হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

জুয়েল ভোলাই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বুধবার দুপুরে নারায়নগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আহমেদ হুমায়ন কবিরের আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জুয়েল।

এর সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা বলেন, জুয়েল ও তার ৮ বন্ধু মিলে ৮ জানুয়ারি রাতে সড়ক থেকে ২২ বছরের এক তরুণীকে টাকার প্রলোভন দেখিয়ে ভোলাইল মাঠে নিয়ে যায় অসমাজিক কাজ করা জন্য। পরে টাকা নিয়ে তর্কবির্তক হয় তরুণীর সঙ্গে তাদের। এ সময় জুয়েল ও তারা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় তাকে মেরে ফেলার। পরে সবাই মিলে ওই তরুণীকে হত্যা করে। হত্যার সাথে জড়িত সবার নাম আদালতে প্রকাশ করেছেন জুয়েল।

তিনি আরো জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। চেষ্টা চলছে পরিচয় জানার।

প্রসঙ্গত, গত ৯ জুনায়ির ফতুল্লার ভোলাইল এলাকায় পরিত্যক্ত জায়গা থেকে ২২ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধারের সময়ে পরনে ছিল সোয়েটার, চাদর ও পায়জামা। ধারণা করা যাচ্ছে, দুর্বৃত্তরা ওই যুবতীকে অন্য কোথাও ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়