শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম আবাহনীতে রুখে দিয়ে পয়েন্ট দেখলো বিজেএমসি

নিজস্ব প্রতিবেদক : নিজেদের প্রথম দুই ম্যাচে টানা হার দেখেছিল টিম বিজেএমসি। একটু কোণঠাসা হয়েই নোয়াখালীর শেখ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে নেমেছিল বিজেএমসি। এই ম্যাচ গোল শূন্য সমতায় শেষ করায় একটি পয়েন্ট পেয়েছে পাটকলের এই দল।

নোয়াখালীতে মঙ্গলবার ম্যাচের দ্বাদশ মিনিটে মোনায়েম খান রাজুর বাঁ পায়ের শট ক্রসবারে লেগে ফিরলে গোল বঞ্চিত চট্টগ্রামের দলটি। ২২তম মিনিটে আব্দুল্লাহ আল মামুনের শট পোস্টের একটু বাইরে দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি বিজেএমসিরও।

দুই মিনিট পর নাইজেরিয়ার ফরোয়ার্ড আওয়ালা মাগালানের ফ্রি কিক ফিরিয়ে বিজেএমসির ত্রাতা গোলরক্ষক সোহাগ হোসেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বিজেএমসির উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেকের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও দুই পক্ষ আক্রমণ, প্রতিআক্রমণ চালিয়ে গেলেও কাক্সিক্ষত গোল পায়নি। ৬৬তম মিনিটে আবাহনীর সোহেল মিয়ার শট ফেরান সোহাগ। পাঁচ মিনিট পর আলি আকবর কাননের শট শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে ফিরিয়ে আবাহনীর ত্রাতা মোহাম্মদ নেহাল। এভাবেই বারবার গোল বঞ্চিত হয় দু’দলই।

চলতি লিগে দ্বিতীয় ড্র করা চট্টগ্রাম আবাহনীর তিন ম্যাচে পয়েন্ট হলো ৫। সাইফ স্পোর্টিং ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে আসা বিজেএমসি এ ড্রয়ে প্রথম পয়েন্ট পেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়