সুজন কৈরী : রাজধানীর পান্থপথের অভিজাত বিপণি বিতান বসুন্ধরা সিটি শপিং মলের খাবার দোকানগুলোতে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের জন্য জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেল থেকে বসুন্ধরা শপিং মলের আট তলার ফুডকোর্টে এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। র্যাব-২, ডিএনসিসি ও বিএসটিআই যৌথভাবে অভিযানটি চালায়।
সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ৭টি দোকানকে জরিমানা করা হয়। এর মধ্যে একটি দোকানকে ৫ লাখ টাকা ও বাকিগুলোকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। চারটি দোকানকে সিলগালা করা হয়েছে।
সারোয়ার আলম বলেন, মেয়াদোত্তীর্ণ খাবার, অপরিচ্ছন্ন পরিবেশ এবং কাপড়ের রং খাবারে মেশানোর অভিযোগে দোকানগুলোতে এই জরিমানা করা হয়। তিনি বলেন, এ রঙয়ের ক্যান্সার, লিভার থিরোসিস ও কিডনি ডেমেজসহ নানাবিধ রোগ হতে পারে। জরিমানার পাশাপাশি চারটি দোকান বন্ধও করে দিয়েছে র্যাব।