আসিফুজ্জামান পৃথিল : ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় এবং নির্বাচনের পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার সহযোগিরা শতাধিকবার রুশ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার ১৭ জন প্রচারণা কর্মকর্তা এসময় উইকিলিকস এর সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছিলো। নিউইয়র্ক টাইমস এর এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। নিউইয়র্ক টাইমস
এই যোগাযোগের তথ্য মিলেছে নিউইয়র্ক টাইমস এ প্রকাশিত প্রতিবেদন, কংগ্রেসে প্রদান করা নথিএবং স্পেশাল কাউন্সিলের তদন্ত বিশ্লেষণে। এই যোগাযোগগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত বৈঠক, টেক্সট মেসেজ, ইমেইল এবং টুইটারের প্রাইভেট মেসেজ। তবে প্রথম থেকেই ট্রাম্প এবং তার সহযোগীরা নির্বাচনের সময় রুশদের সঙ্গে যোগাযোগের বিষয়টি অস্বীকার করছেন। স্পেশাল কনসাল ট্রাম্পের সঙ্গে উইকিলিকস এর সংযোগ নিয়েও তদন্ত করছেন।
এসময় ট্রাম্প নিজে কমপক্ষে ৬ বার রুশ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। এরমধ্যে তিনি রুশ বিলিওনিয়ার আর মিস ইউনিভার্স হোস্ট আরাস আগালারভের সঙ্গে মস্কোতে গিয়ে দেখা করেন। ট্রাম্পের সাবেক আইনজীবি ১৭বার রুশ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সঙ্গে হাইপ্রোফাইল যোগাযোগগুলো মূলত তিনিই রক্ষা করেন। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও রাশিয়ানদের সঙ্গে যোগাযোগ রক্ষায় বড় ভূমিকা পালন করেন। প্রচারণার সময় তিনিও ১৭ বার তাদের সঙ্গে যোগাযোগ করেন। সম্প্রতি গ্রেফতার হওয়া রজার স্টোন ১৮বার রুশদের সঙ্গে যোগাযোগ করেন। এসময় ইভানকা ট্রাম্প যোগাযোগ করেছিলেন একবার। সম্পাদনা: রাশেদুল