শিরোনাম
◈ শেখ হাসিনার ‘একযোগে প্রকাশিত’ ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড়: সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক ◈ তিন মাচ হা‌রের পর ইং‌লিশ লি‌গে জ‌য়ে ফির‌লো লিভারপুল  ◈ চীনের কাছে ৪ গো‌লে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের  ◈ কা‌রো চা‌পের মু‌খে রা‌শিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ করবে না নয়াদিল্লি ◈ নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ◈ সিরাজগঞ্জে রাতের অন্ধকারে রহস্যময় পরীর দেখা, এলাকায় চাঞ্চল্য ◈ শচীনকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি ◈ যেভাবে জাতীয় মহামারিতে রূপ নিলো অর্থপাচার ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা ◈ পৃথক হলো বিচার বিভাগ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে সিরিজ শুরু যুবাদের

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে জয় দিয়ে সিরিজের শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঘরের মাঠে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ইংলিশদের সাত উইকেটে পরাজিত করেছে টাইগার যুবারা।

ইংল্যান্ডের দেয়া ১২১ রানের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম এবং মাহমুদুল হাসানের হাত ধরে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল স্বাগতিকরা। ৭.২ ওভারে দলীয় অর্ধশতক রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৮ রানে ফিরেছেন তামিম, কিন্তু দারুণ ব্যাটিং করে গেছেন আরেক ওপেনার মাহমুদুল। অল্পের জন্য অর্ধশতক ছোঁয়া হল না তার, ফিরতে হয়েছে ৪৪ রানে। কিন্তু তিনে নামা ব্যাটসম্যান পারইয়াজ হোসেনের সাথে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন তিনি।

মাহমুদুলের বিদায়ের পর ৩৩ রানে ফিরেছেন পারইয়াজও। এরপর ১৮.৫ বলে অধিনায়ক আকবর আলি (৮*) এবং শামিম আহমেদ (৬*) অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ইংল্যান্ডের হয়ে ১৩ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন হিল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারী ইংল্যান্ড তানজিম সাকিবের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে।

তার দুর্দান্ত বোলিংয়ে আট উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করতে পেরেছিল ইংলিশরা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানসহ চারজনকে ফিরিয়েছিলেন সাকিব। রাকিবুল, শামিম এবং মৃত্যুঞ্জয় একটি করে উইকেট তুলে নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে হিল সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছিলেন। ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন তানজিম সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়