শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে সিরিজ শুরু যুবাদের

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে জয় দিয়ে সিরিজের শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঘরের মাঠে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ইংলিশদের সাত উইকেটে পরাজিত করেছে টাইগার যুবারা।

ইংল্যান্ডের দেয়া ১২১ রানের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম এবং মাহমুদুল হাসানের হাত ধরে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল স্বাগতিকরা। ৭.২ ওভারে দলীয় অর্ধশতক রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৮ রানে ফিরেছেন তামিম, কিন্তু দারুণ ব্যাটিং করে গেছেন আরেক ওপেনার মাহমুদুল। অল্পের জন্য অর্ধশতক ছোঁয়া হল না তার, ফিরতে হয়েছে ৪৪ রানে। কিন্তু তিনে নামা ব্যাটসম্যান পারইয়াজ হোসেনের সাথে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন তিনি।

মাহমুদুলের বিদায়ের পর ৩৩ রানে ফিরেছেন পারইয়াজও। এরপর ১৮.৫ বলে অধিনায়ক আকবর আলি (৮*) এবং শামিম আহমেদ (৬*) অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ইংল্যান্ডের হয়ে ১৩ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন হিল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারী ইংল্যান্ড তানজিম সাকিবের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে।

তার দুর্দান্ত বোলিংয়ে আট উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করতে পেরেছিল ইংলিশরা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানসহ চারজনকে ফিরিয়েছিলেন সাকিব। রাকিবুল, শামিম এবং মৃত্যুঞ্জয় একটি করে উইকেট তুলে নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে হিল সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছিলেন। ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন তানজিম সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়