সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : বনার্ঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
রোববার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে রং বেরং সাজ সেজে যুবলীগ নেতা কর্মীরা শোভা যাত্রা নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে ।যুবলীগ নেতা -কর্মী ও সমর্থকরা শোভা যাত্রায় হাতি-ঘোড়ায় চড়ে নেচে গেয়ে শহর মাতিয়ে তোলে ।
পরে জেলা পরিষদ হল রুম চত্বরে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম , যুবলীগ জেলা সাধারণ সম্পাদক সমীর দত্ত প্রমুখ ।