শিরোনাম
◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধাকে হারিয়ে শেষ আটে শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক : ফেডারেশন কাপে টানা দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। আর এক ম্যাচ হাতে রেখেই ফেড কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শেখ রাসেলের জয়ে সেরা আট নিশ্চিত হয়ে গেছে গ্রুপের অন্য দল প্রতিযোগিতার শিরোপাধারী আবাহনী লিমিটেডেরও।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার দুই বিদেশি ফরোয়ার্ড রাফায়েল ওডোইন ও আলেক্স রাফায়েল দি সিলভার গোলে ২-০ ব্যবধানে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে শেখ রাসেল। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর কাছে ১-০ গোলে এবং শেখ রাসেলে কাছে ২-০ গোলে হারার ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল মুক্তিযোদ্ধা। আগামী শনিবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে গ্রুপ সেরা হওয়ার মুখোমুখি হবে আবাহনী ও শেখ রাসেল।

দিনের প্রথম ম্যাচে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল। তবে গোলের সামনে যেয়ে ব্যর্থ হন খালেক। ২৪ মিনিটে সুযোগ নষ্ট করে মুক্তিযোদ্ধাও। প্রথমার্ধ মিস করেই কাটাই দু’দল। তবে বিরতি থেকে ফিরে আবারও আক্রমন শুরু করে দু’দল।

৭০ মিনিটে ম্যাচের কাক্সিক্ষত গোল পায় শেখ রাসেল। সিলভার লম্বা পাসে দেওয়া বল ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ওডোইন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওডোইনের বাড়ানো বলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সিলভার শট জালে জড়ালে শেখ রাসেলের জয় নিশ্চিত হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়