শিরোনাম
◈ বাংলাদেশে একটি আইএমইআই-এর বিপরীতে ১০ লাখ মোবাইল, বৈধতা নেই ১৯ লাখ আইফোনের! ◈ রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি ◈ সমালোচনামূলক কনটেন্ট সরাতে ছয় মাসে গুগলের কাছে অন্তর্বর্তী সরকারের ২৭৯ অনুরোধ ◈ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ দেড় দশকের গোপন ঋণ উদঘাটন: কেন হঠাৎ আকাশছোঁয়া খেলাপি? ◈ সাত দিনে সাত ভূমিকম্প: কাঁপছে দেশ, ভূগর্ভে কী সংকেত দিচ্ছে প্লেটগুলো? ◈ ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও) ◈ ডেঙ্গুর টিকা নিয়ে সু-খবর দিল ব্রাজিল  ◈ পাকিস্তানকে বিদায় ক‌রে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে শ্রীলঙ্কা ◈ ঢাকা শহরে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি!

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লী‌গের ‘জাতীয় নির্বাচন পরিচালনা কোর কমিটি’ গঠন

বাংলাদেশ জার্নাল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য ৩৩ সদস্যের ‘জাতীয় নির্বাচন পরিচালনা কোর কমিটি’ গঠন করেছে আওয়ামী লী‌গ। নির্বাচন পরিচালনা কমিটি ও এই কমিটির অধীনস্থ ১৫টি সাব-কমিটিকে মনিটরিং করবে ও নির্দেশনা দেবে কোর কমিটি।

শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, সংসদীয় দল এবং উপদেষ্টা পরিষদের যৌথসভায় এই ক‌মি‌টির অনু‌মোদন দেয়া হয়। বৈঠ‌কে উপ‌স্থিত একা‌ধিক সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

কোর কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কো-চেয়ারম্যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, সদস্য সচিব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্য থেকে বেছে বেছে কোর কমিটির সদস্য করা হয়েছে। দলের চারজন যুগ্ম সাধারণ সম্পাদক এই কমিটিতে রয়েছেন। অন্যদের মধ্যে শেখ হেলালউদ্দীন এমপি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ত‌বে এবার কোর কমিটির অন্যতম চমক হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ১৫টি কোর কমিটি অনুমোদন দিয়েছেন শেখ হাসিনা। ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাচনী আইন ও বিধিমালা উপকমিটিতে রয়েছেন আব্দুল মোবারক ও আজমতউল্লাহ খান; লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট উপকমিটিতে ইউসুফ হোসেন হুমায়ুন ও শ ম রেজাউল করিম; তথ্য উপকমিটিতে খন্দকার বজলুল হক ও আফজাল হোসেন, নির্বাচন পর্যবেক্ষক উপকমিটিতে ড. গওহর রিজভী ও ডা. দীপু মনি; পোলিং এজেন্ট প্রশিক্ষণ কমিটিতে সাবের হোসেন চৌধুরী ও দীপু মনি; প্রচার উপকমিটিতে ড. হাছান মাহমুদ ও আমিনুল ইসলাম আমিন; মিডিয়া উপকমিটিতে আসাদুজ্জামান নূর ও কাসেম হুমায়ুন; পেশাজীবী সমন্বয় উপকমিটিতে মসিউর রহমান ও ডা. রোকেয়া সুলতানা; আইটি উপকমিটিতে মোস্তাফা জব্বার ও ইঞ্জিনিয়ার আব্দুস সবুর; বিদেশি মিশন ও সংস্থা সমন্বয় উপকমিটিতে অ্যাম্বাসাডর মোহাম্মদ জমির ও ড. শাম্মী আহমেদ; সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপকমিটিতে মির্জা জলিল ও অসীম কুমার উকিল; অর্থ উপকমিটিতে কাজী আকরামউদ্দীন ও টিপু মুন্সী যথাক্রমে আহ্বায়ক ও সদস্য সচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়