Skip to main content

চট্রগ্রাম যাবোই : মান্না

সাব্বির আহমেদ : জাতীয় ঐক্যফ্রন্টের ২য় কর্মসূচি চট্রগ্রামের বিএনপি কার্যালয়ের সামনে জনসভা। বাংলাদেশ-জিম্বাবুয়ের ক্রিকেট খেলার অজুহাতে স্থানীয় শাসন সমাবেশের অনুমতি দিতে গড়িমড়ি করেছে। তবে সমাবেশের অনুমতির তোয়াক্কা না করে চট্রগ্রাম যাবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। আগামীকাল শনিবার ভোরে চট্রগ্রাম যাওয়ার কথা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন মান্না। নাগরিক ঐক্যের আহবায়ক বলেন, 'আমি আগেও বলেছি, এখনও বলছি, অনুমতি দিক আর না দিক চট্রগ্রাম যাবে আমরা। সরকার এখনও অনুমতি দেয়নি'। এদিকে নাগরিক ঐক্যের একাধিক নেতা চট্রগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বিষয়টি জানিয়ে দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার বলেন, 'আমরা চট্রগ্রামের পথে রয়েছি। সমাবেশ হবে'। এদিকে আ স ম আবদুর রবের স্ত্রী তানিয়া রবও যেকোনো মূল্যে চট্রগ্রাম যাওয়ার কথা জানান।