শিরোনাম
◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৫ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ ক্রিকেটে ডিএমপি চ্যাম্পিয়ন

সুজন কৈরী : বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০১৮ এর ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত ম্যাচটি শনিবার বিকেলে উত্তরা এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত ম্যাচে টসে জিতে এপিবিএন ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে ডিএমপি ক্রিকেট দল ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

ডিএমপি ক্রিকেট দলের অধিনায়ক মনির ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্টে পুলিশের বিভিন্ন ইউনিটের ১৪টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি এবং পুনাক সভানেত্রী মিসেস হাবিবা হোসেন বিশেষ অতিথি হিসেবে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন। পরে তারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এপিবিএন এর অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশের খেলোয়াড়গণ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়