শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৫ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ ক্রিকেটে ডিএমপি চ্যাম্পিয়ন

সুজন কৈরী : বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০১৮ এর ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত ম্যাচটি শনিবার বিকেলে উত্তরা এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত ম্যাচে টসে জিতে এপিবিএন ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে ডিএমপি ক্রিকেট দল ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

ডিএমপি ক্রিকেট দলের অধিনায়ক মনির ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্টে পুলিশের বিভিন্ন ইউনিটের ১৪টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি এবং পুনাক সভানেত্রী মিসেস হাবিবা হোসেন বিশেষ অতিথি হিসেবে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন। পরে তারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এপিবিএন এর অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশের খেলোয়াড়গণ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়