শিরোনাম
◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৮, ০৪:৩৬ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০১৮, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০০ বিলিয়ন ইয়েনে সেইউ’কে বেচবে ওয়ালমার্ট

নূর মাজিদ: যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা ব্যবসায়িক কোম্পানি এবং সুপার মার্কেট চেইন ওয়ালমার্ট তাদের জাপানি অঙ্গঃপ্রতিষ্ঠান সেইউ বিক্রি করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার জাপানের বহুল প্রকাশিত অর্থনৈতিক দৈনিক নিক্কি বিজনেস ডেইলি’তে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়ে। প্রতিবেদনে বলা হয়, ওয়ালমার্ট নিজেদের এমন সিদ্ধান্তের প্রেক্ষাপটে ইতোমধ্যেই বেশ কিছু সম্ভাব্য ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে রয়েছে জাপানের অন্যান্য খুচরা ব্যবসায়ী সুপার মার্কেট চেইন, তবে তারা বেশ কিছু বৃহৎ বিনিয়োগকারী তহবিল কতৃপক্ষের সঙ্গেও তাদের আলোচনা চলিয়ে যাচ্ছে। সিইউ’কে বিক্রি করবার লক্ষ্যে ৩০০- ৫০০ বিলিয়ন ইয়েন বা ২.৭- ৪.৫ বিলিয়ন ডলারের দর নিয়ে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে আলোচনা করছে ওয়ালমার্ট।

তবে এই খবর প্রকাশিত হবার প্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া জানায়নি ওয়ালমার্ট। এর আগে জুন মাসে তারা ব্রাজিলে নিজেদের ব্যবসায়ের ৮০ শতাংশ অংশীদারি বিক্রয় করে দেয়। ব্রাজিলে ওয়ালমার্টের ব্যবসায়ের সিংহভাগ কিনে নেয় অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল। চলতি বছরের এপ্রিলের পর এটি ছিলো ওয়ালমার্টের তৃতীয় বৃহৎ ব্যবসায়িক স্বত্ব বিক্রয় চুক্তি।

তবে একই সময় উন্নত বিশ্বে ব্যবসায় সীমিত করে চীন এবং ভারতের মতো দেশগুলোতে তাদের ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করতে চায় ওয়ালমার্ট। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়