শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ১৯ জুন, ২০১৮, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৮, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সতীর্থদের কৃতিত্ব দিচ্ছেন কেইন

স্পোর্টস ডেস্ক:গেল মৌসুমটা টটেনহ্যামের হয়ে দুর্দান্ত কাটিয়েছেন হ্যারি কেইন। যার পুরস্কার হিসেবে বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়কত্বও পেয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে বড় আসরে অবশ্য এর আগে নিজেকে মেলে ধরতে পারেননি কেইন। ২০১৬ ইউরোতে ছিলেন ফ্লপ। তবে রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত শুরু করলেন ২৪ বছর বয়সী এ স্ট্রাইকার।
সোমবার কেইনের নৈপুন্যেই তিউনিসিয়াকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। মাত্র ১১ মিনিটেই এদিন গোল আদায় করে নেন কেইন। যা বড় কোনো আসরে ইংল্যান্ডের জার্সিতে তার প্রথম গোল। এরপর তিউনিসিয়া প্রথমার্ধেই গোল পরিশোধ করে। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচে সমতা রাখতে সক্ষম হয় তারা। ইনজুরি সময়ে গিয়ে কেইনে রক্ষা ইংলিশদের। তার হেড থেকে করা দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে কেইন বলেন, ‘এটা জাদু। ছেলেদের নিয়ে গর্বিত। এটা কঠিন ছিল। আমরা দ্বিতীয়ার্ধে সত্যিই দারুণ খেলেছি। এবং সুযোগ তৈরি করেছি। আমরা এগিয়ে যাওয়ার দাবিদার ছিলাম।’
এদিন দেশের হয়ে নিজের ২৫তম ম্যাচ খেলতে নেমেছিলেন কেইন। এই ২৫ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ালো ১৫টি। এর আগে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর প্রথম ২৫ ম্যাচে এরচেয়ে বেশি গোল (২০টি) আছে কেবল কিংবদন্তি গ্যারি লিনেকারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়