রাজু আনোয়ার: পহেলা জুন সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চত্ব হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘চিত্রাঙ্গদা’। কবিগুরুর কাব্যনাট্য চিত্রাঙ্গদা অবলম্বনে স্বপ্ন দলের এ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
রবীন্দ্রনাথ ১৮৯২ সালে মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান রূপক ধরে আধুনিক সময়ে মানবের অর্ন্তদ্ব›েদ্বর প্রতিচ্ছায়া রূপ হিসেবে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। তারও চুয়াল্লিশ বছর পর ১৯৩৬ সালে তার পঁচাত্তর বছর বয়সে রবীন্দ্রনাথ রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে ২০১১ সালে ‘চিত্রাঙ্গদা’ মঞ্চে আনেন স্বপ্নদল। সেই থেকে এ নাটকটির নিয়মিত মঞ্চায়ন করে আসছে এ দলটি। ‘চিত্রাঙ্গদা’ নাটকে নারী অধিকারের বিষয়টি নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।
‘ চিত্রাঙ্গদা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুকন্যা, মিতা, জেবুন্নেছা আলো, মোস্তাফিজ, রেজাউল, শিশির, জুঁই, তানিয়া, মাধুরী, জুয়েনা ,রিমু, তানভীর,হিটলার, শাহীন প্রমুখ।