শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০১:০৬ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ

রাজধানীর বনানীর একটি হোটেলে দুই নারীর ওপর হামলার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতা মনির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার (৩ জুলাই) রাতে বনানী থানার জাকারিয়া হোটেলে দলবলসহ ঢুকে ওই হামলার ঘটনা ঘটান মনির হোসেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবদল।

বনানী থানা পুলিশ জানায়, ঘটনার রাতেই হোটেল কর্তৃপক্ষ ভাঙচুর ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, যুবদল নেতা মনিরের নেতৃত্বে একদল ব্যক্তি হোটেলে ঢুকে হামলা চালায়। মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন, এ সময় একজন ব্যক্তি তাঁর পথ রোধ করে আঘাত করেন, নারীটি পড়ে যান। পেছনে থাকা আরেক নারীকে ধাওয়া করে নিচে ফেলে দেন অন্য এক হামলাকারী। পরে দুই নারীকে একযোগে মারধর করতে দেখা যায় অন্তত আট-দশজনকে।

ভিডিওতে হামলার সময় দুই নারীকে চিৎকার করতে শোনা যায়। হামলাকারীদের কেউ কেউ সরে গেলেও পরে নতুন লোকজন ঢুকে আবারও হামলা চালায়। ভিডিওতে ভাঙচুরের শব্দও পাওয়া গেছে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও রাজনৈতিকভাবে শাস্তির দাবি জানান।

আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে যুবদল জানায়, প্রাথমিক সদস্যপদসহ মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না। তাঁকে যেন কেউ সাংগঠনিকভাবে সহযোগিতা না করে, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়