শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ্য নির্বাচন করার মন নেই বর্তমান সরকারের

আবুল খায়ের ভুঁইয়া : খুলনায় আমাদের নির্বাচনী প্রচারণাতে বিভিন্ন ভাবে সরকারি লোকজন প্রচন্ড ভাবে বাধা দিচ্ছে। আমাদের নেতা কর্মীদেরকে প্রতিনিয়ত, প্রতি রাতে, প্রতিটি সময়ে গ্রেপ্তার করছে। তাদের বাড়ি ঘরে গিয়ে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে। নির্বাচনি নিয়ম লেবেল প্লেয়িং ফিল্ড। এই নির্বাচন কমিশনের অধিনে অবাধ সুস্থ্য নিরপেক্ষ নির্বাচন কখনই হবে না, যা আমরা আগ থেকেই বলে আসছি।

দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য আমরা দুই সিটিতে এই নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন করছি। ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে, গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের যে প্রশ্নবিদ্ধ ভুমিকা এবং যাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযোগ ছিলো তাদেরকে প্রত্যাহার না করে, উপরন্ত তাদের মাধ্যমে আমাদের নেতা কর্মীদেরকে প্রচন্ড ভাবে হয়রানি করা হচ্ছে।

নির্বাচনের সময়ে বিরোধি দলীয় নেতা কর্মীদেরকে এভাবে হয়রানি করা উপমহাদেশে কোনো ইতিহাস আছে বলে আমাদের জানা নেই। তারা আবার প্রমাণ করেছে যে, এই সরকারের যে সমস্ত বাহিনী আছে , তারা সকলেই সরকারের পক্ষ হয়েই কাজ করে যাচ্ছে।

অবাধ সুস্থ্য নির্বাচন করারা মন নেই এই সরকারে এবং তাদের জণসমর্থন তলানিতে নেমেছে। জনগণ যাতে করে ভোট কেন্দ্রে যেতে না পারে তারা এ ব্যবস্থাই করছে প্রশাসনের মাধ্যমে।
পরিচিতি : বিএনপি, সাবেক এমপি/মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়