জাফর আহমদ: ভাল গ্রাহকের ছদ্মবেশে অপরাধীরা যাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মতো অপরাধ করতে না পারে সে জন্য সতর্ক থাকতে আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধানদের নির্দেশ দিয়েছেন বংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
শুক্রবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর তত্ত্ববধানে রাজেন্দ্রপুরস্থ ব্র্যাক সিডিএম দুইদিন ব্যাপি ‘আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন-২০১৮’ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বিএফআইইউ এর মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। অন্যান্য অতিথিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক একেএ আমজাদ হোসেন এবং বিএলএফসিএ এর চেয়ারম্যান মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান ও উপ প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাগণ ছাড়াও ১৩ টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফজলে কবির বলেন, সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক প্রতিষ্ঠানে সুশাসনের অভাবে অবৈধ পন্থায় ঋণ তহবিলকে ভিন্ন খাতে প্রবাহিত করার ঘটনা ঘটেছে। এর ফলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানসমূহের অবস্থার অবনতি হয়েছে। তিনি বলেন, সামগ্রিক আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য সকল ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও হেড অব বিএফআইইউ আবু হেনা মোহা. রাজী হাসান সংশ্লিষ্ট সকল আইন কানুন ও বিএফআইইউ কর্তৃক জারীকৃত সকল নির্দেশনার যথাযথ পরিপালন এর পাশাপাশি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন এর ঝুঁকি এবং প্রেক্ষিত বিষয়ে সম্যক ধারণা অর্জন, ঝুঁকির সাথে সামঞ্জস্যপুর্ণ প্রাতিষ্ঠানিক পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থাদি নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সুশাসন অনুশীলন এবং সন্দেহজনক লেনদেন রিপোর্ট দাখিলের উপর গুরুত্ব দিতে হবে।