ডেস্ক রিপোর্ট : মিরপুরের দারুস সালামে দেড় শতাধিক গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা মেরে লাপাত্তা দিশা গ্রুপ। গাড়ি কিনতে কম সুদে ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের আমানত জমা নেয় তারা। প্রতারকদের বিরদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
দিশা গ্রুপ একটি আর্থিক প্রতিষ্ঠান। গাড়ি কিনতে আট শতাংশ হারে ঋণ দেয় এই প্রতিষ্ঠান। গাড়ির অর্ধেক দাম জমা দিলে বাকি টাকার ব্যবস্থা করতো তারা।
দেড় শতাধিক ব্যক্তি এই সুযোগ নিতে চেয়েছিলেন। তারাই প্রতারনার শিকার হয়েছেন। টাকা জমার চেকবই, রশিদ আর নানা প্রমাণ নিয়ে ঘুরছেন তারা।
ভুক্তভোগীরা বলছেন, কয়েকজনকে ঋণ দিয়ে গ্রাহকদের আস্থা অর্জনের ফাঁদ পাতে তারা। একেক জন জমা দেন এক থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত। ১০ কোটি টাকার বেশি জমা হলে গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটি। লাপাত্তা, প্রতিষ্ঠানের মালিক রেজাউল হক বিশ্বাসসহ সব কর্মকর্তা।
প্রতারকরা যাতে বিদেশে পালাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।
https://www.youtube.com/watch?time_continue=47&v=KwQA1Qen_-o