শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আকাশটা লাল হয়ে গেল’

আশিক রহমান : ২৫ মার্চ, ১৯৭১। বাংলাদেশের জন্য একটা খুবই উল্লেখযোগ্য সময় ছিল। বড় দুঃসময় ছিল। আলোচনায় সমাধানের পথ খোঁজা হচ্ছিল। এর মধ্যে মানুষের মধ্যে দুঃচিন্তা বাড়ছিল।

কী হচ্ছে, কী হবে একটা অস্থিরতার মধ্যে তাদের দিনগুলো কাটছিল। বিভিন্ন রকম খবর আসছিল। কেউ জানছিল না কী হবে। ২৫ মার্চ কি পরিবেশ-পরিস্থিতি ছিল, কেমন দেখেছিলেন সেই স্মৃতিচারণ করে বলছিলেন মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী।

তিনি বলেন, ওই সময় কেউ কেউ বলছিল, একটা আক্রমণ হবে। সবার মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা। এখন যে জায়গায় সোনারগাঁও হোটেল, সেখানে আগে পালপাড়া নামে হিন্দু পাড়া ছিল। পাল পাড়ার এখন কোনো অস্থিত্বই নেই।

২৫ বা ২৬ মার্চ পাকিস্তানি আর্মিরা এসে আগুন ধরিয়ে দিয়েছিল। গোলাগুলি শুরু হলো। আকাশটা লাল হয়ে গেল। ২৫ মার্চ যে এত বড় আক্রমণ করতে পাকিস্তানি বাহিনী তা ভাবেনি মানুষ। যা ভাবেনি, তাই হয়েছিল। পাকিস্তানিরা আক্রমণ করল।

এক প্রশ্নের জবাবে আফসান চৌধুরী বলেন, আমাদের ইতিহাসচর্চা উপরতলাকেন্দ্রিক, ক্ষমতাবলয়ের মানুষের ইতিহাস। প্রান্তিক জনগোষ্ঠী ইতিহাসে খুব একটা আসে না। তাই আমরা জানি না, জানতেও চাই না। কয়েক দশক ধরে আমি সেই প্রান্তিক মানুষের ইতিহাস নিয়েই কাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়